OBC Revalidation Process 2025: OBC সার্টিফিকেট Revalidate ও কি কি ডকুমেন্টস লাগবে, দেখুন?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

OBC – A এবং OBC – B সার্টিফিকেট থাকলে এখন আপনাকে পুনরায় বৈধতা প্রদানের জন্য অনলাইন আবেদন ও উপযুক্ত নথি সহকারে জমা করতে হবে। OBC Certificate রিভ্যালিডেশন (OBC Revalidation) ইতিমধ্যেই শুরু হয়েছে।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে নতুন OBC লিস্ট দেওয়া হয়েছে, নতুন লিস্টে দেখা যাচ্ছে অনেকের জাতিগত শংসাপত্রের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। আপনার সার্টিফিকেটের ক্যাটাগরি পরিবর্তন যদি হয়ে থাকে কিংবা পরিবর্তন না হয়ে থাকে, তবুও আপনাকে আপনার OBC Certificate Revalidation করতে হবে।

আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে OBC Revalidation করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? কতদিনে OBC Certificate Revalidation Approved হবে? কিভাবে আবেদন করার পর স্ট্যাটাস চেক করবেন? সম্পূর্ণ পদ্ধতি দেখুন আজকের প্রতিবেদনে।

OBC Certificate Revalidation Process – OBC Certificate কিভাবে Revalidation করবেন, দেখুন –

১) প্রথমে আপনাকে Caste Certificate এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচে সরাসরি কাস্ট সার্টিফিকেট এর অফিসিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করেও অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর কাস্ট সার্টিফিকেট এর পোর্টালে থাকা OBC থেকে ক্লিক করুন ও Apply For OBC অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে ডিজিটাইজ অপশন থেকে Yes সিলেক্ট করুন। এরপর নিচে OBC Certificate নাম্বার ও সার্টিফিকেট কবে ইসু করা হয়েছে, তা উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

OBC Revalidation Process

৪) এরপর OBC Certificate এর সকল তথ্য চলে আসবে, যে সকল ঘর ফাঁকা রয়েছে তা উল্লেখ করুন। যেমন – ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড নাম্বার, এরপর আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ফটো ও আবেদনকারীর পিতা/মাতার বিডিও ইনকাম সার্টিফিকেট আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।

৫) পরবর্তী পেজে আবেদনের কপি, স্লিপ ও আবেদন ফর্ম চলে আসবে। এখন তিনটি কপি ডাউনলোড করুন ও নির্দিষ্ট জায়গায় সিগনেচার করে উপযুক্ত নথি সহকারে, যে SDO অফিস থেকে OBC সার্টিফিকেট ইসু করা হয়েছে, সেখানে গিয়ে জমা করে আসুন।

৬) এরপর অনলাইন থেকেই Caste Certificate এর পোর্টালে Status Check করুন ও সার্টিফিকেট ডাউনলোড করুন সার্টিফিকেট এপ্রুভ হলে।

OBC Certificate Revalidation Documents Required – OBC সার্টিফিকেট Revalidation করার জন্য কি কি নথি লাগবে –

১) অনলাইন আবেদনের কপি (OBC Revalidation Form),
২) আধার কার্ড,
২) ভোটার কার্ড,
৩) জন্ম সার্টিফিকেট / স্কুল সার্টিফিকেট,
৪) বিডিও ইনকাম সার্টিফিকেট (পিতার),
৫) বিডিও/এসডিও ডমিসাইল সার্টিফিকেট,
৬) পিতার – ভোটার কার্ড, আধার কার্ড (মৃত্যু হলে মৃত্যু সার্টিফিকেট)
৭) ২০০২ সালের ভোটার লিস্ট,
৮) ১৯৯৩ সালের আগের জমির দলিল (বাবা/ঠাকুরদার নামের),
৯) ১ কপি পাসপোর্ট সাইজের ফটো আবেদনকারীর
১০) স্ব-ঘোষনা পত্র।

OBC Revalidation Status Check Online –

১) প্রথমে আপনাকে Caste Certificate এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) পরবর্তী পেজে OBC তে ক্লিক করে Application Check এ ক্লিক করুন।

৩) এরপর Application Number উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৪) আবেদন Approved নাকি Pending তা দেখতে পারবেন। আবেদন এপ্রুভ হশে গেলে, অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করে নিন, ডাউনলোড (Download now) অপশনে ক্লিক করে – সেখানে নতুন সার্টিফিকেট নাম্বার ও নাম (Capital) বসিয়ে দিয়ে।

OBC Revalidation Status Check & Certificate Download Link:Click NowNow

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন