Omicron থেকে শিশুকে বাঁচাতে কী করবেন ? দেখুন সঠিক উপায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : এতদিন দেশের অন্যান্য রাজ্যে হদিশ থাকলেও, এবার আমাদের  রাজ্যে প্রবেশ করেছে ওমিক্রন। আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদের ৭ বছরের এক শিশু। সদ্যই আবুধাবি থেকে দেশে ফিরেছিল। বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি শিশুটি। ভর্তি তার বাবা ও বোন। তবে শিশুটি উপসর্গ বিহীন ও অবস্থা স্থিতিশীল।

হায়দরাবাদে তার প্রথম করোনা পরীক্ষা হয়। সেখানে রিপোর্ট পজিটিভ আসে।জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হয়। সেখানে ওমিক্রন পজিটিভ ধরা পড়ে। ইতিমধ্যেই শিশুটির বাড়ির লোকদের ও তার সংস্পর্শে আসা সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ওমিক্রন নিয়ে বিশেষ সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা। শিশুদের দিকে বাড়তি নজর দিতে বলছেন। এর থেকে শিশুকে বাঁচাতে কী করবেন ?

১. মাস্ক পরিয়ে রাখুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং হাতে ধোয়া অভ্যাস করান।

২. যেখানে সেখানে হাত দিয়ে সেই হাত চোখে বা মুখে দিতে নিষেধ করবেন।

৩. নিদির্ষ্ট সময়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিতে বলুন।

৪. নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়ান। জাঙ্ক ফুড বন্ধ।

৫. এই পরিস্থিতিতে বিদেশে ঘোরা একেবারে এড়িয়ে যান।

৬. বাচ্চার ঠিকটাক সময়ে টিকাকরণ প্রয়োজন।

৭. বাচ্চাদের নিয়ে জনবহুল বা ভিড় এলাকায় যাবেন না।

৮. বাচ্চার জ্বর, সর্দি-কাশি, মাথা ব্যথা, গায়ে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

মাস্ক ব্যবহার করুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। সময়ে টিকা নিন আর সুস্থ থাকুন। সামাজিক ভাবে সচেতন হন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন