উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের একবার বিশ্ব দরবারে পাকিস্তানের (Pakistan) কুকীর্তি তুলে ধরে তাদের কড়া ভাষায় আক্রমণ করল ভারত (INDIA)। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে (Security Council) নারী, শান্তি ও নিরাপত্তা (Women, Peace and Security) নিয়ে বিতর্কের সময়ে ভারতের প্রতিনিধি পারভাথানেনি হারিশ (Parvathaneni Harish) পাকিস্তানকে কটাক্ষ করেছেন।
এদিন নিরাপত্তা পরিষদে পাকিস্তানের এক কর্তা বলেন, ‘কাশ্মীরি মহিলারা কয়েক দশক ধরে যৌন নির্যাতন সহ্য করছেন।’ পাকিস্তানের কাছ থেকে এমন কথা শোনার পর ভারতের প্রতিনিধি বলেন, ‘পাকিস্তান হল এমন একটি দেশ যারা তাদের দেশের জনগণের উপর বোমা মারে। গণহত্যা চালায়। ৭১য়ের সেনা অভিযানের নামে ৪ লক্ষ মহিলাকে গণধর্ষণ ও হত্যা করেছিল তারা।
পারভাথানেনি হারিশ আরও বলেন, প্রতি বছর পাকিস্তান এখানে এসে জম্মু ও কাশ্মীরের বিষয়টি নিয়ে ভারতের বিরুদ্ধে মিথ্যা সমালোচনা করে আর কাঁদুনি গায়। আসলে তারা নিজেদের দোষ আর ব্যার্থতা ঢাকতে বিশ্বের সামনে কাশ্মীরের গান গায়। বিশ্ব পাকিস্তানের এই অপপ্রচারের মূল উদ্দেশ্য ধরে ফলেছে।
এদিন রাষ্ট্রসংঘে (United Nations) আলোচনার বিষয়টি ছিল মহিলাদের ক্ষমতায়ণ নিয়ে। সেবিষয়ে ভারত জানায়, নারী, শান্তি এবং নিরাপত্তার দিক থেকে ভারতের রেকর্ড যথেষ্ট ভালো। শান্তিরক্ষা বাহিনীতে মহিলা সৈন্যদের পদোন্নতির ক্ষেত্রে ভারতের অন্যতম উদাহরণ ডঃ কিরণ বেদী। তিনি ভারতীয় পুলিশ সার্ভিসের প্রথম মহিলা অফিসার। ২০০৩ সালে তিনি প্রথম মহিলা পুলিশ উপদেষ্টা এবং জাতিসংঘের পুলিশ বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত হন।