Pan Aadhaar Link Status Check: আপনার প্যান কার্ড ও আধার লিংক আছে কি না চেক করুন, এইভাবে!

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

আপনার কাছে কি প্যান কার্ড রয়েছে? তাহলে অবশ্যই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা বাধ্যতামূলক। না করলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী প্যান–আধার লিংক করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১শে ডিসেম্বর ২০২৫। এই সময়সীমার মধ্যে লিংকিং প্রক্রিয়া সম্পন্ন না করলে আপনার প্যান কার্ড অকার্যকর হয়ে যেতে পারে, ফলে আর্থিক লেনদেনেও সমস্যা দেখা দিতে পারে।

প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি, যা ভারতের আয়কর বিভাগ (Income Tax Department) ইস্যু করে। এটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা, লোন নেওয়া, কর প্রদান এবং অন্যান্য আর্থিক লেনদেনে অত্যন্ত প্রয়োজনীয়। যদি আপনি আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এবং এরফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।

আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড নম্বর লিঙ্ক রয়েছে কিনা, সেটি এখন খুব সহজেই নিজের স্মার্টফোন ব্যবহার করে কয়েকটি ধাপ অনুসরণ করে চেক করা সম্ভব। অনেকেই এখনও নিশ্চিত নন তাদের PAN-Aadhaar লিঙ্ক হয়েছে কি না। তাই আজকের প্রতিবেদনে প্রথমে দেখা যাক কীভাবে অনলাইনে প্যান-আধার লিঙ্ক স্ট্যাটাস চেক করবেন। পাশাপাশি যদি লিঙ্ক না থেকে থাকে, তাহলে কীভাবে দ্রুত লিঙ্ক করবেন সেই প্রক্রিয়াও বিস্তারিত জানানো হয়েছে আজকের প্রতিবেদনে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক স্ট্যাটাস চেক পদ্ধতি – Pan Card Aadhaar Card Link Status Check Process

১) সর্বপ্রথম আপনাকে আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টালে (www.incometax.gov.in) আসতে হবে। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

২) এরপর আয়কর বিভাগের হোম পেজে থাকা Link Aadhaar Status এ ক্লিক করুন।

Pan Aadhaar Link Status Check

৩) পরবর্তী পেজে প্যান কার্ড নাম্বার ও আধার কার্ড নম্বর উল্লেখ করুন। এরপর নিচে থাকা View Link Aadhaar Status এ ক্লিক করুন।

৪) এরপর আপনার সামনে যদি Your PAN XXXXXX is already linked to given Aadhaar XXXXXXXX এরকম লেখা চলে আসে, তাহলে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড নম্বর লিংক রয়েছে।

Pan Aadhaar Link Status Check

Pan Card Aadhaar Card Link Website:- Click Now

প্যান কার্ড আধার কার্ড নম্বর লিঙ্ক অনলাইন পদ্ধতি – Pan Card Aadhaar Card Link Online

১) সর্বপ্রথম আপনাকে আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর আয়কর বিভাগের হোম পেজে থাকা Link Aadhaar লেখার উপরে ক্লিক করুন।

Pan Aadhaar Link

৩) পরবর্তী পেজে প্যান কার্ড নম্বর ও আধার কার্ড নম্বর উল্লেখ করে Validate এ ক্লিক করুন।

৪) এরপর বাকি তথ্য পূরণ করে প্যান কার্ড আধার কার্ড নম্বর লিংক করুন।

Pan Card Aadhaar Card Number Link Website:- Click Now

Income Tax Official Website Link:- Click Now

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন