
Paripoorna Mediclaim: কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সরকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সময়ে চিকিৎসার আকাশছোঁয়া খরচের কথা চিন্তা করে অনেকেই উদ্বিগ্ন থাকেন। সেই চিন্তা দূর করতেই সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম (CGHS) এবং নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্সের যৌথ উদ্যোগে চালু করা হয়েছে “পরিপূর্ণ মেডিক্লেম আয়ুষ ইনস্যুরেন্স” (Paripoorna Mediclaim Ayush Insurance)। এই নতুন স্কিমটি সরকারি কর্মীদের জন্য সাধারণ স্বাস্থ্য বিমার একটি দুর্দান্ত বিকল্প হিসেবে কাজ করবে।
বিমার কভারেজ ও আর্থিক সুরক্ষা
এই নতুন স্বাস্থ্য বিমা যোজনায় কেন্দ্রীয় কর্মচারীরা নিজেদের ও পরিবারের সুরক্ষার জন্য একটি বড় অঙ্কের কভারেজ পাবেন। ভারতের যেকোনো প্রান্তে অবস্থিত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে এই পলিসি সম্পূর্ণ কার্যকর হবে।
- বিমার অঙ্ক (Sum Insured): উপভোক্তারা নিজেদের প্রয়োজন এবং সামর্থ্য অনুযায়ী ১০ লক্ষ টাকা থেকে শুরু করে ২০ লক্ষ টাকা পর্যন্ত বিমার অঙ্ক বেছে নিতে পারেন। এটি বড় কোনো শারীরিক অসুস্থতার ক্ষেত্রে বিশাল আর্থিক সহায়তা প্রদান করবে।
- প্রি ও পোস্ট হসপিটালাইজেশন: শুধুমাত্র হাসপাতালে ভর্তিকালীন খরচই নয়, এই বিমায় ভর্তির আগের এবং পরের খরচও কভার করা হয়। হাসপাতালে ভর্তির ৩০ দিন আগের এবং ছাড়া পাওয়ার বা ডিসচার্জের ৬০ দিন পরের যাবতীয় চিকিৎসা খরচ এই পলিসির অন্তর্ভুক্ত থাকবে।
কিস্তির সুবিধা ও প্রিমিয়ামে বিশাল ছাড়
“পরিপূর্ণ মেডিক্লেম”-এর অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর প্রিমিয়াম প্রদানের নমনীয়তা। বিমাকারীরা একবারে পুরো টাকা না দিয়ে দুটি কিস্তিতে প্রিমিয়াম জমা করতে পারেন। এছাড়া, ‘কস্ট শেয়ারিং’ বা খরচ ভাগাভাগির মডেল বেছে নিলে প্রিমিয়ামের ওপর মোটা অঙ্কের ছাড় পাওয়া যাবে।
| কস্ট শেয়ারিং মডেল | প্রিমিয়ামে প্রাপ্ত ছাড় |
|---|---|
| ৭০-৩০ মডেল (বিমাকারী ৩০% খরচ দেবেন) | ২৮ শতাংশ ছাড় |
| ৫০-৫০ মডেল (বিমাকারী ৫০% খরচ দেবেন) | ৪২ শতাংশ ছাড় |
সহজ কথায়, আপনি যদি চিকিৎসার খরচের অর্ধেক বা ৩০ শতাংশ নিজে বহন করতে রাজি থাকেন, তবে বিমার প্রিমিয়ামে প্রায় অর্ধেক টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে। যারা সচরাচর সুস্থ থাকেন কিন্তু বড় বিপদের জন্য বিমা রাখতে চান, তাঁদের জন্য এই মডেল অত্যন্ত লাভজনক।
বোনাস এবং রুম ভাড়ার নিয়মাবলী
নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্সের এই পলিসিতে হাসপাতালের রুম ভাড়া এবং নো-ক্লেম বোনাসের ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু শর্ত ও সুবিধা রয়েছে:
- রুম রেন্ট: হাসপাতালে সাধারণ রুমের ভাড়া হিসেবে মূল বিমার অঙ্কের ১ শতাংশ এবং আইসিইউ (ICU)-এর ক্ষেত্রে ২ শতাংশ পর্যন্ত ভাড়া বিমা কোম্পানি বহন করবে।
- নো ক্লেম বোনাস (Bonus): যদি কোনো বছর বিমার কোনো দাবি বা ‘ক্লেম’ না করা হয়, তবে পরবর্তী বছরে বিমাকারী ১০ শতাংশ বোনাস পাবেন। এইভাবে প্রতি বছর বোনাস জমতে জমতে মূল বিমার অঙ্কের ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ, ক্লেম না করলে কভারেজ দ্বিগুণ হওয়ার সুযোগ থাকছে।
কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ কর্মচারীদের এবং বিশেষ করে বয়স্ক পেনশনভোগীদের জন্য একটি বড় স্বস্তির খবর। এটি শুধুমাত্র চিকিৎসার খরচই কমাবে না, বরং অবসর জীবনে আর্থিক নিরাপত্তারও নিশ্চয়তা দেবে।














