Partha Chatterjee | নিয়োগ দুর্নীতির শেষ মামলায় হাইকোর্টে জামিন পেলেন পার্থ, তবে কি পুজোর আগেই জেলমুক্তি?

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতির সব মামলা (Recruitment Case) থেকে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষ শর্তসাপেক্ষে পার্থের জামিনের আবেদন মঞ্জুর করেন। বিচারপতি ঘোষের এজলাসে পার্থের জামিনের মামলার শুনানি শেষ হয়েছিল গত ১৫ সেপ্টেম্বর। তবে রায় ঘোষণা স্থগিত ছিল। এদিন এই মামলায় রায় ঘোষণা করা হয়। ইডি এবং সিবিআইয়ের সব মামলা থেকে জামিন পেলেন পার্থ। তবে পুজোর আগে জেলমুক্তি হবে কি না, তা নিয়ে সন্দিহান আইনজীবী মহলের একাংশ। সুপ্রিম কোর্টের (Supreme Court) একটি মামলার শর্তে পার্থ আপাতত বাইরে বের হতে পারবেন না। আরও কয়েকদিন জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

জামিন পেলেও পার্থকে বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হবে। ১) তিনি আদালতের অনুমতি ছাড়া এলাকার বাইরে যেতে পারবেন না। ২) কোনও সরকারি পদে থাকতে পারবেন না, তবে জনপ্রতিনিধি হিসেবে নিজের এলাকায় কাজ করতে পারবেন। ৩) কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না, ৪) পাসপোর্ট জমা রাখতে হবে, এবং ৫) তদন্তে সহযোগিতা করতে হবে।

প্রসঙ্গত, ২০২২ সালে স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে প্রথম গ্রেপ্তার করেছিল ইডি। এরপর থেকেই তিনি জেলে রয়েছেন। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ইডির মামলায় তাঁকে জামিন দেওয়া হয়। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলা থেকেও তিনি জামিন পেয়েছেন। চলতি মাসের শুরুতে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে পার্থের জামিন মঞ্জুর করেছে। এখন বাকি কেবল প্রাথমিকের মামলা।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন