Passport Apply & Documents 2025: পাসপোর্ট তৈরি করতে কি কি ডকুমেন্টস লাগবে? পুলিশ ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস লাগবে?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

পাসপোর্ট তৈরি করতে চাচ্ছেন! কিন্তু বুঝতে পারছেন না কি কি ডকুমেন্টস লাগবে? তাহলে আজকের প্রতিবেদনটি ভালো ভাবে পড়ুন। আজকের প্রতিবেদনে ধাপে ধাপে জানিয়ে দেওয়া হয়েছে, পাসপোর্ট অনলাইন আবেদন করার সময় কি কি ডকুমেন্টস (Passport Apply Documents Required) লাগবে? পাসপোর্ট সেভা কেন্দ্রে কি কি ডকুমেন্টস দরকার, এছাড়াও পাসপোর্ট হাতে পাওয়ার আগে পুলিশ ভেরিফিকেশন অত্যন্ত জরুরি। আর এই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস (Passport Police Verification Documents) চাওয়া হয়ে থাকে? সমস্ত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি গুরুত্ব সহকারে দেখুন ও পড়ুন।

ভারতীয় পাসপোর্ট (Indian Passport) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি (Documents)। শুধু বিদেশ ভ্রমণের জন্যই নয়! তবে হ্যাঁ, বৈধ পাসপোর্ট থাকলে আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন সরকারি কাজ থেকে শুরু করে নানান কাজে পাসপোর্ট শক্তিশালী ডকুমেন্ট হিসাবে কাজে আসে। আর এই পাসপোর্ট তৈরি করা এখন খুবই সহজ।

পাসপোর্ট তৈরি করতে আপনার খরচ হবে ১৫০০ টাকা। তবে তৎকাল পাসপোর্ট তৈরি করতে গেলে খরচ পরবে ৩৫০০ টাকা। এই নরমাল পাসপোর্ট ও তৎকাল পাসপোর্ট এর মধ্যে কোনো পার্থক্য নেই। দুটো পাসপোর্ট একই, নরমাল পাসপোর্ট হাতে পেতে সময় একটু বেশি লাগবে আর অপরদিকে তৎকাল পাসপোর্ট হাতে পেতে তুলনামূলক ভাবে সময় অনেক কম লাগবে কিন্তু খরচ বেশি থাকবে।

আপনার নিকটবর্তী পাসপোর্ট সেভা কেন্দ্র কোথায় রয়েছে ও কোন তারিখ ফাঁকা রয়েছে, দেখুন অনলাইনে চেক করে –

পাসপোর্ট হাতে পাওয়ার আগে দুটো ধাপ পূরণ করতে হয়। এক, পাসপোর্ট অফিসে আপনার ফটো ও সিগনেচার নেওয়া হবে। এর পাশাপাশি নির্দিষ্ট কয়েকটি ডকুমেন্টস সেখানে আপলোড করা হয়। আর এর জন্য আগে দেখে নেওয়া জরুরি, আমাদের নিকটবর্তী পাসপোর্ট সেভা কেন্দ্র কোথায় রয়েছে ও কবে তারিখ ও স্লট ফাঁকা রয়েছে। যা আপনি অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন। আপনি নিকটবর্তী যেকোনো পাসপোর্ট অফিসে গিয়ে আপনার ফটো ও সিগনেচার এর পাশাপাশি ডকুমেন্টস আপলোড করে আসতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কোথায় পাসপোর্ট অফিস রয়েছে –

১) প্রথমে আপনাকে passportindia.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আপনাদের সুবিধার্থে সরাসরি চেক লিংক নিচে দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করেও পাসপোর্ট এর অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর পাসপোর্ট এর অফিসিয়াল পোর্টালের হোম পেজে থাকা Check Appointment Availability এই লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে Passport Office অপশন থেকে Kolkata সিলেক্ট করুন এবং Passport Seva Kendra অপশন থেকে – আপনার নিকটবর্তী পাসপোর্ট সেভা কেন্দ্র বেঁছে নিন। এরপর Check Appointment Availability লেখার উপরে ক্লিক করুন।

৪) এরপর দেখে নিন, সেই পাসপোর্ট সেভা কেন্দ্র কোথায় (Location) রয়েছে, সেখানে নরমাল নাকি তৎকাল পাসপোর্ট তৈরি করা হয়। এছাড়াও কোন তারিখ ফাঁকা (Appointment Date Available) রয়েছে। সবকিছু দেখে নেওয়ার পর এখন পাসপোর্ট এর জন্য অনলাইন আবেদন করুন।

Passport Seva Kendra Check Appointment Availability Check Link: Click Now

পাসপোর্ট অনলাইন আবেদন পদ্ধতি – Passport Online Apply Process Step By Step

পাসপোর্ট কিভাবে অনলাইনে আবেদন করবেন, ইতিমধ্যেই তা নিয়ে আমরা আলোচনা করেছি। নিচের প্রতিবেদনটি ভালো ভাবে পড়ুন 👇

ভারতীয় পাসপোর্ট অনলাইন আবেদন 2025 – সম্পূর্ণ গাইড বাংলায় | Indian Passport Apply Online Step by Step

পাসপোর্ট সেভা কেন্দ্রে (Passport Seva Kendra) কি কি ডকুমেন্টস লাগবে?

পাসপোর্ট অনলাইন আবেদন করার সময় আপনি যে পাসপোর্ট সেভা কেন্দ্র সিলেক্ট করে Appointment Book করেছেন, সেখানে যে সমস্ত নথি নিয়ে যেতে হবে তা হলো –

Documents For Minor (১৮ বছরের নিচে কি কি ডকুমেন্টস লাগবে)

১) জন্ম সার্টিফিকেট
২) আধার কার্ড
৩) Annexure D – Download Now
৪) মাধ্যমিক পাশ সার্টিফিকেট (যদি থাক)

Documents For Adult ( ১৮ বছরের উর্ধ্বে কি কি ডকুমেন্টস লাগবে)

নিচে উল্লেখিত ডকুমেন্টস এর মধ্যে যেকোনো ৩ টি নথি ও ১ টি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (যদি থাকে) –

১) জন্মের প্রমাণ পত্র (Age Proof) – জন্ম সার্টিফিকেট / প্যান কার্ড / ড্রাইভিং লাইসেন্স / মাধ্যমিক এডমিট কার্ড / ভোটার কার্ড / মাধ্যমিক পাশ সার্টিফিকেট ইত্যাদি)।

২) পরিচয় পত্রের প্রমাণ (Identity Proof) – প্যান কার্ড / ভোটার কার্ড / ড্রাইভিং লাইসেন্স / আধার কার্ড।

৩) ঠিকানার প্রমাণপত্র (Address Proof) – ভোটার কার্ড / আধার কার্ড / বাড়ি ভাড়ার প্রমাণের নথি / Employment Proof / গ্যাস কানেকশন নথি / ব্যাঙ্ক পাসবই / ইলেকট্রিক বিলের কাগজ।

৪) মাধ্যমিক কিংবা সমতূল্য পরীক্ষায় পাশ করলে (Madhyamik Pass Or Above) – মাধ্যমিক কিংবা উচ্চতর যোগ্যতার সার্টিফিকেট।

৫) বিবাহিত হলে – ম্যারিজ সার্টিফিকেট অথবা বিবাহের সার্টিফিকেট না থাকলে Annexure J Certificate (Download Now)।

৬) সরকারি কিংবা বেসরকারি চাকরি করলে (PSU/Statutory Body/Govt Employees) – সরকারি মালিকানাধীন কোম্পানি কিংবা আইন অনুযায়ী গঠিত স্বাধীন সংস্থা অথবা সরকারি চাকরিজীবী হলে Annexure – A / G / H (যেকোনো ১ টি) ফর্ম সাবমিট করা বাধ্যতামূলক। (Download Now)

বিঃদ্রঃ উপরে উল্লেখিত নথি আসল (Original) ও জেরক্স (Self Attested) সাথে করে পাসপোর্ট সেভা কেন্দ্রে (Passport Seva Kendra) নিয়ে যেতে হবে আবেদনকারীকে।

যেসব কারনে আপনার পাসপোর্ট ভেরিফিকেশন হোল্ড হয়ে যেতে পারে –

নিম্নলিখিত কারনে আপনার পাসপোর্ট ভেরিফিকেশন হোল্ড হয়ে যেতে পারে ও আপনাকে পাসপোর্ট হেড অফিস (RPO) কোলকাতা ডাকতে পারে –

ডকুমেন্টসে যেকোনো রকম ভুল থাকলে, সেটা হতে পারে –

১) নিজের নামের বানান ভুল থাকলে,
২) জন্ম তারিখ ভুল থাকলে,
৩) বাবার নামের বানান ভুল থাকলে,
৪) আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ডকুমেন্টস এর ছবির সাথে বর্তমান চেহারার মিল না থাকলে,
৫) বিভিন্ন ডকুমেন্টসে আলাদা আলাদা পিন কোড নং থাকলে,
৬) পাসপোর্ট সেভা কেন্দ্রে (Passport Seva Kendra) জমা করা জেরক্স কপি ডকুমেন্টস পরিষ্কার না থাকলে।

বিঃদ্রঃ উপরোক্ত কারন ছাড়াও, অরিজিনাল ডকুমেন্ট চেক করার জন্য যেকোনো সময় যেকোনো আবেদনকারীকে কোলকাতা পাসপোর্ট অফিস (RPO) ডাকতে পারে।

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন কি কি ডকুমেন্টস লাগবে ( Passport Police Verification Documents List)

পাসপোর্ট সেভা কেন্দ্র থেকে পাসপোর্ট ভেরিফিকেশন করে আসার পর, আপনার নিকটবর্তী (বর্তামান ঠিকানা) থানা থেকে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হবে। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এর উপর ভিত্তি করে আপনার পাসপোর্ট Speed Post এর মাধ্যমে বাড়িতে চলে আসবে। আর পুলিশ ভেরিফিকেশন করার সময় কি কি ডকুমেন্টস লাগবে (Passport Documents Required For Police Verification) , দেখুন –

পরিচয় পত্রের প্রমাণ (Proof of Identity) – নিম্নে উল্লিখিত নথির মধ্যে কমপক্ষে ১ টি কিংবা তার বেশি নথি থাকতে হবে, দেখুন –

i. Previously held Indian passport: আগে পাওয়া বা ব্যবহৃত ভারতীয় পাসপোর্ট। অর্থাৎ, যাদের আগেও কোনো পাসপোর্ট ছিল, সেটি।

ii. Birth Certificate: জন্ম সার্টিফিকেট।

iii. Driving License issued by the Transport Department: পরিবহন দপ্তর কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স।

iv. First page of Bank Passbook (active account): সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পৃষ্ঠা (যেখানে নাম, ঠিকানা, অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি দেখা যায়)।

v. Aadhar card: আধার কার্ড।

vi. Elector’s Photo ID card (EPIC): ভোটার কার্ড (১৮ বছরের উর্ধ্বে হলে থাকতে হবে)।

vii. PAN card issued by the Income Tax Department: আয়কর দপ্তরের দেওয়া প্যান কার্ড।

viii. Government Service ID card: সরকারি চাকরিজীবীদের পরিচয়পত্র।

ix. Certificate of Degree and Mark sheet issued by State Education Board/ CBSE/ Recognized University: রাজ্য শিক্ষা বোর্ড, সিবিএসই বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ডিগ্রি সার্টিফিকেট ও মার্কশিট।

x. Records of Primary/ Secondary schools (Relevant clarifications may also be asked regarding school/ institute attended): প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ড (প্রয়োজনে বিদ্যালয় সম্পর্কে অতিরিক্ত তথ্যও চাওয়া হতে পারে)।

xi. Transfer / School Leaving / Madhyamik certificate issued by the school last attended / recognized educational board: শেষ স্কুল বা বোর্ড কর্তৃক প্রদত্ত ট্রান্সফার সার্টিফিকেট / স্কুল লিভিং সার্টিফিকেট / মাধ্যমিক সার্টিফিকেট।

xii. Gazette notification (in case of name change): নাম পরিবর্তনের ক্ষেত্রে সরকারি গেজেট নোটিফিকেশন।

Proof of Spouse’s Name (whichever is applicable): স্বামীর বা স্ত্রীর নাম প্রমাণ করার জন্য প্রমাণপত্র (বিবাহিতদের জন্য)

i. Marriage Certificate issued by competent authority: অনুমোদিত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বিবাহ সার্টিফিকেট।

ii. Divorce Decree of court: যদি বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে, আদালতের মাধ্যমে দেওয়া সিদ্ধান্তপত্র।

iii. Previously held Indian passport having name of spouse printed on it: পূর্বে পাওয়া ভারতীয় পাসপোর্ট যেখানে স্বামীর/স্ত্রীর নাম উল্লেখ আছে। (যদি আগের পাসপোর্টে স্বামী/স্ত্রীর নাম থাকে, সেটিও স্বীকৃত।)

iv. Gazette notification (in case of name change): নাম পরিবর্তনের ক্ষেত্রে সরকারি গেজেট নোটিফিকেশন। (যদি স্বামীর বা স্ত্রীর নাম পরিবর্তিত হয়ে থাকে, সরকারি ঘোষণাপত্র প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য)।

Proof of Nationality: Documents for Citizenship by Birth – জন্মের মাধ্যমে নাগরিকত্ব প্রমাণের জন্য যেসকল নথি লাগবে, তা হলো –

Born in India on or after 26 January, 1950 and before 1 July, 1987 – ২৬শে জানুয়ারি ১৯৫০ বা তার পরে এবং ১ জুলাই ১৯৮৭-এর আগে ভারতের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তির জন্য।

নথি (Documents):

i. Previously held Indian Passport: পূর্বে পাওয়া ভারতীয় পাসপোর্ট (যদি থাকে)।

অথবা

নিম্নে উল্লিখিত নথির মধ্যে যেকোনো একটি দেখাতে হবে –

1. Applicant’s Birth Certificate + Applicant’s Voter ID card: আবেদনকারীর জন্ম সার্টিফিকেট + আবেদনকারীর ভোটার কার্ড।

2. Applicant’s Birth Certificate + Education Documents: জন্ম সার্টিফিকেট + শিক্ষাগত নথি (ডিগ্রি, মার্কশিট ইত্যাদি)।

3. Applicant’s Voter ID card + Parents’ Voter ID card: আবেদনকারীর ভোটার কার্ড + পিতামাতার ভোটার কার্ড (যার মাধ্যমে প্রমাণ হয় জন্ম তারিখ ১ জুলাই ১৯৮৭-এর আগে)।

4. Applicant’s Voter ID card + Parent’s Death Certificate: আবেদনকারীর ভোটার কার্ড + পিতামাতার মৃত্যু শংসাপত্র (যার মাধ্যমে প্রমাণ হয় জন্ম তারিখ ১ জুলাই ১৯৮৭-এর আগে)।

5. Applicant’s Voter ID card + Education Documents: আবেদনকারীর ভোটার কার্ড + শিক্ষাগত নথি (যার মাধ্যমে প্রমাণ হয় জন্ম তারিখ ১ জুলাই ১৯৮৭-এর আগে)।

6. Applicant’s Aadhar Card + Electric Bill + Land deed: আবেদনকারীর আধার কার্ড + বিদ্যুৎ বিল + জমির দলিল (যার মাধ্যমে প্রমাণ হয় জন্ম তারিখ ১ জুলাই ১৯৮৭-এর আগে)।

7. Or any other conclusive proof of date and place of birth: অথবা জন্ম তারিখ ও স্থানের যে কোনো নিশ্চিত সরকারি নথি (যার মাধ্যমে প্রমাণ হয় জন্ম তারিখ ১ জুলাই ১৯৮৭-এর আগে)

Born in India on or after 1st July, 1987 and before 3rd December, 2004: ১ জুলাই ১৯৮৭ বা তার পরে এবং ৩ ডিসেম্বর ২০০৪-এর আগে ভারতের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তির জন্য।

নথি (Documents):

i. Previously held Indian Passport: পূর্বে পাওয়া ভারতীয় পাসপোর্ট (যদি থাক)।

অথবা

ii. Birth Certificate and proof that either of applicant’s parents was citizen of India at the time of his/her birth: জন্ম সার্টিফিকেট এবং আবেদনকারীর পিতামাতার ভোটার কার্ড / জন্ম জন্ম সার্টিফিকেট/ মৃত্যু সার্টিফিকেট (যদি মারা যান) / স্কুল সার্টিফিকেট / জমির দলিল / পাসপোর্ট ইত্যাদি।

অথবা

iii. Conclusive proof of date of birth and place of birth and proof that either of applicant’s parents was citizen of India at the time of his/her birth: জন্মের প্রমাণ ও আবেদনকারীর জন্মের সময় প্রমাণ করে যে, জন্মের সময় আবেদনকারীর পিতামাতা ভারতীয় নাগরিক ছিলেন। পিতামাতার নাগরিকত্ব প্রমাণ যাচাই হবে: ভোটার কার্ড / জন্ম সার্টিফিকেট / মৃত্যু শংসাপত্র (যদি মারা যান) / স্কুল সার্টিফিকেট / জমির দলিল/ পাসপোর্ট ইত্যাদি।

Proof of Address: ঠিকানা প্রমাণের জন্য নথি

Applicant staying in own house (আবেদনকারী যদি নিজের বাড়িতে থাকে – যেকোনো একটি নথি)

1. Electricity Bill: বিদ্যুৎ বিল

2. Aadhar Card: আধার কার্ড

3. Registered Sale deed: নিবন্ধিত বিক্রয় দলিল

4. Voter ID Card (EPIC): ভোটার কার্ড / নির্বাচনী ফটো আইডি

Applicant staying in allotted/rented premises on rent agreement (আবেদনকারী যদি ভাড়া দেওয়া/ভাড়া নেওয়া বাড়িতে থাকে – যেকোনো একটি)

1. Electricity Bill: বিদ্যুৎ বিল

2. Aadhar Card: আধার কার্ড

3. Voter ID Card (EPIC): ভোটার কার্ড / নির্বাচনী ফটো আইডি

4. Registered Rent Agreement: নিবন্ধিত ভাড়া চুক্তিপত্র

5. Quarter Allotment letter: কোয়ার্টার বরাদ্দ পত্র

Applicant staying in house of relative/friend/etc (আর আবেদনকারী যদি আত্মীয়/বন্ধুর বাড়িতে থাকে)

বাড়ির মালিকের হাতে লেখা (বা সাধারণ কাগজে) একটি Undertaking জমা দিতে হবে। আর এতে লিখতে হবে: আবেদনকারীর ঠিকানা ও পরিচয়, আবেদনের সময়কাল / কতদিন থাকবে, মালিকের সঙ্গে সম্পর্ক, সাথে জমা দিতে হবে বাড়ির মালিকের ঠিকানার প্রমাণ (যেকোনো একটি)

1. Aadhar Card: আধার কার্ড

2. Voter ID Card (EPIC): ভোটার কার্ড / নির্বাচনী ফটো আইডি

3. Registered Sale deed: নিবন্ধিত বিক্রয় দলিল

পাসপোর্ট অনুসন্ধানের জন্য যোগাযোগ করুন (Passport Office Helpline Number)

১) 1800 258 1800 (Toll Free)
২) 033 2234 1212
৩) 033 2225 7523
Email Id – [email protected]
Website– www.passportindia.gov.in

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন