Bangla News Dunia, দীনেশ :- মুকেশ আম্বানির Reliance Jio ভারতের অন্যতম বৃহত্তম টেলিকম সংস্থা। এবার এই সংস্থা জিও কয়েন নামে একটি বিশেষ মুদ্রা চালু করতে চলেছে। যদিও Reliance Jio এখনো আনুষ্ঠানিকভাবে কোন রকম ঘোষণা করেনি।
তবে এটি চালু হলে ভারতের ডিজিটাল পেমেন্ট এবং ব্যাংকিং ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে পারে। তবে আশা করা যাচ্ছে ভারত সরকারের ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত নিয়মকানুন এবং RBI-এর নীতিমালা মেনে এই প্রকল্প বাস্তবায়িত হবে।
জিও কয়েনের সম্ভাব্য দাম এবং বাজার মূল্য
ভারতের বাজারে যদি জিও কয়েন আসে তাহলে এর সম্ভাব্য মূল্য হতে পারে ৫ টাকা থেকে ১০ টাকা। অর্থাৎ, একটি জিও কয়েনের বদলে আপনি পেতে পারেন ৫ থেকে ১০ টাকা। যদিও এই মুদ্রার দাম সম্পর্কে এখনো কোনো রকম আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তবে বাজারের চাহিদা এবং সরবরাহের উপর নির্ভর করে ভবিষ্যতে এই কয়েনের মূল্য পরিবর্তন হতে পারে।
জিও কয়েন কবে লঞ্চ হবে?
Reliance Jio এখনো জিও কয়েনের অফিসিয়াল লঞ্চের তারিখ ঘোষণা করেনি। অনেক গুজব এবং জল্পনা থাকলেও রিলায়েন্স ইন্ডাস্ট্রি জানিয়ে দিয়েছে, তাদের এই প্রকল্পের সঙ্গে জড়িত থাকার কোন তথ্যই সঠিক নয় এবং জিও কয়েনের নামে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব সম্পর্কে সতর্ক থাকতেও পরামর্শ দিয়েছে।
যদি সত্যিই ব্লকচেন ভিত্তিক জিও কোন ডিজিটাল মুদ্রা চালু করে, তাহলে এটি অবশ্যই ভারতের ব্যাঙ্কিং আইন এবং নির্দেশিকা অনুযায়ী কাজ করবে। তাই গ্রাহকদের শুধুমাত্র রিলায়েন্স জিওর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই আপডেট থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরো পড়ুন :- ‘BRICS’ জোট ভেঙে দিয়েছে ট্রাম্প? আসল কারণ কি ?
জিও করেন কীভাবে আয় করা যাবে?
জিও কয়েন আয় করার জন্য Jio Biosphere নামে একটি ব্রাউজার অ্যাপ চালু করেছে। সেখান থেকে সরাসরি এই জিও কয়েন পাওয়া যাবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-
- সর্বপ্রথম প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে Jio Biosphere অ্যাপ ডাউনলোড করুন।
- অ্যাপটি ওপেন করে “I’m ready to browse” অপশনে ক্লিক করুন।
- এবার উপরের বাম দিকে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করুন।
- এরপর “Are you prepared to unlock rewards?” অপশনে ক্লিক করুন।
- এরপর “Sign in to Earn” অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার জিও নাম্বারটি দিয়ে ওটিপি জেনারেট করুন।
- প্রাপ্ত ওটিপিটি ভেরিফাই করুন।
- এরপর আপনার জিও কয়েন ওয়ালেট তৈরি হয়ে যাবে এবং এরপর থেকে Jio Biosphere ব্রাউজার ব্যবহার করে খুব সহজেই জিও কয়েন আয় করতে পারবেন।
আরো পড়ুন :- কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার দিল্লির ‘লেডি ডন’, জানুন কীভাবে চালাতেন গ্যাং ?
জিও কয়েনের সুবিধা কী কী?
জিও এখনো জানায়নি, যে জিও কয়েন কীভাবে সঠিক ব্যবহার করা যাবে। তবে অনুমান করা হচ্ছে জিও সিনেমা সাবস্ক্রিপশন অথবা জিও মোবাইল রিচার্জে ছাড় পাওয়া যেতে পারে এই জিও কয়েনের মাধ্যমে। ভবিষ্যতে জিও কয়েন ব্যবহার করে জিওর অন্যান্য পরিষেবায় ছাড় পাওয়া যেতে পারে।
তবে জিওর এই প্রকল্প সফল হলে এয়ারটেল, Vi-এর মত সংস্থাগুলিও একই রকম প্রকল্প চালু করতে পারে বলে আশা করা যাচ্ছে। Reliance Jio এই কয়েন সত্যিই বাজারে আনবে কিনা তা সময়ে বলা যাবে তবে। তবে জিও কয়েন বাজারে আসলে ভারতের ডিজিটাল ইকোসিস্টেমে নতুন দিক উন্মোচন হবে তা বলা যেতে পারে।