Peshawar Blast | পাক সেনার অভিযানের মধ্যেই পেশোয়ারে বিস্ফোরণ, নিহত ৯, জখম ৪

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাক সেনার অভিযানের মধ্যেই প্রত্যাঘাত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর বিদ্রোহীদের! আফগানিস্তান সীমান্তলাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে (Peshawar) বৃহস্পতিবার রাতে পুলিশের টহলদারি গাড়ি নিশানা করে বিস্ফোরণ (Peshawar Blast) ঘটানো হয়। হামলায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন ৪ জন।

পেশোয়ারের পুলিশ প্রধান মিয়াঁ সঈদ পাক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, টহলদারি দলকে নিশানা করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় খাইবার পাখতুনখোয়া এলাকায় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পুলিশের মোবাইল গাড়ি চলাচলের রাস্তাতেই ‘প্লান্ট’ করা হয়েছিল ওই ডিভাইসটি- যা থেকে বিস্ফোরণ ঘটেছে। পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জখমদের হাসপাতালে ভর্তি করে। কারা এই হামলার পেছনে দায়ী, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে টিটিপি এবং আর এক বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে পাক সেনা। ২০২২ সালের সেপ্টেম্বরে টিটিপি গোষ্ঠীর সঙ্গে পাক সরকারের শান্তিবৈঠক ভেস্তে যাওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে অশান্ত হচ্ছে খাইবার পাখতুনখোয়া।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন