Pharmacist Job 2026: রাজ্য সরকারের অধীনে ২০০ জন ফার্মাসিস্ট নিয়োগ! মাসিক বেতন ৩২,৬০০ টাকা, বিস্তারিত দেখুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

ফার্মাসিস্ট পদের জন্য ব্যাপক নিয়োগ।  এবার দিল্লি সরকারের বিভিন্ন স্বাস্থ্য দফতরে নিয়োগ হবে।  দিল্লি রাজ্য স্বাস্থ্য মিশনের অধীনে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন (PM-ABHIM) প্রকল্পে চুক্তিভিত্তিক ২০০ জন ফার্মাসিস্ট নিয়োগ করা হবে।

জানানো হয়েছে, এ জন্য যোগ্য ও আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে ২৪ জানুয়ারি থেকে এবং চলবে ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।  এছাড়াও নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৩২ হাজার ৬০০ টাকা।

মোট পদসংখ্যা: ২০০।
যার মধ্যে জেনারেল ক্যাটাগরি ৩৮, ওবিসি (NCL) ৬৯, এস সি ৪১, এস টি‌ ৩২ ও ইডব্লিউএস‌ ২০

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।  তবে PM-ABHIM প্রকল্পের অধীনে এসসি,এস টি‌ প্রার্থীদের জন্য ১০ বছরের বয়সের ছাড় দেওয়া হবে।  এছাড়াও ওবিসি এনসিএল‌ প্রার্থীদেরও ১০ বছরের ছাড়।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে।  পাশাপাশি, ফার্মাসি-তে দু’বছরের ডিপ্লোমা থাকা চাই।  তবে ফার্মাসি-তে স্নাতক হলেও আবেদন করা যাবে।  ফার্মাসি কাউন্সিলের তরফে রেজিস্ট্রেশন থাকা লাগবে আবেদনকারীকে।

আবেদন ফি: এই পদে আবেদনের জন্য প্রার্থীদের আবেদন ফি‌ দিতে হবে না।

কিভাবে আবেদন করবেন

এই https://dshm.delhi.gov.in/mis/(S(ir3sz5gt4lxuiaavvhbbbbfy))/VaccinationSite/RegistrationForm.aspx
অফিসিয়াল লিঙ্কে এর মাধ্যমে আবেদন করতে পারবেন।  আবেদন করা যাবে ৭ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।

Notification Download Link: Download 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন