এক ইনিংসে ৮ উইকেট, পার্থ টেস্টে অভিষেক হবে জুনিয়র হার্দিক পান্ডিয়ার! বড় সিদ্ধান্তের পথে গম্ভীর

By Bangla News Dunia Rajib

Published on:

Border-Gavaskar-Trophy

Bangla News Dunia , Rajib : আর দুই দিন পর ২২ নভেম্বর থেকে পার্থে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাস্কার ট্রফি (Border-Gavaskar Trophy)। এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ উভয় দলের ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ। কারণ এই সিরিজে যেই দলই ভালো ফল করবে বা সিরিজ দখল করবে, তাঁরা আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য প্রায় নিশ্চিত হয়ে যাবে।

WTC-র পয়েন্ট টেবিল

বর্তমানে WTC-র পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ওদিকে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা। তাই কোনও দলের ক্ষেত্রেই সহজেই WTC-র ফাইনালে যাওয়া হবে না। ওদিকে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর তিনটি টেস্ট হারার পর নিজেদের পায়েই কুড়ুল মেরেছে।

বর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগেই ঝটকা টিম ইন্ডিয়ায়

বর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগেই ঝটকা খেয়েছে টিম ইন্ডিয়া। বর্তমানে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা প্রথম টেস্টে খেলবেন না বলেই জানা যাচ্ছে। ওদিকে আবার টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটার শুভমন গিলও চোটের কারণে এই টেস্ট থেকে বাদের খাতায় নাম লিখিয়েছেন। তবে এবার শোনা যাচ্ছে যে, ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে জুনিয়র হার্দিক পান্ডিয়াকে সুযোগ দিতে পারেন।

কে এই জুনিয়র হার্দিক পান্ডিয়া?

আসলে জুনিয়র হার্দিক পান্ডিয়া বলতে এখানে টিম ইন্ডিয়ার তরুণ প্লেয়ার নীতীশ কুমার রেড্ডির কথা বলা হচ্ছে। শোনা যাচ্ছে যে, পার্থে টেস্ট ক্রিকেটে অভিষেক হতে পারে নীতীশ কুমার রেড্ডির। ২১ বছর বয়সী নীতীশ এখনও অবধি ২৩ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ২১.০৫ এর গ্রে ২৯ ইনিংসে ৭৭৯ রান করেছেন। এর মধ্যে একটি শতরান ও দুটি অর্ধশতরান রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৯ রান তাঁর সর্বোচ্চ স্কোর।

নীতীশ কুমার রেড্ডির কেরিয়ার

শুধু ব্যাটিংই নয়, বোলিংয়েও পারদর্শী নীতীশ কুমার রেড্ডি। ৪২ ইনিংসে তাঁর নামের পিছনে ৫৬ উইকেটও রয়েছে। ১১৯ রানে ৮ উইকেট তাঁর বোলিং কেরিয়ারের সেরা ইনিংস। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে T20 ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। ভারতের হয়ে খেলা তিনটি T20 ম্যাচে নীতীশ ৪৫ এর গড়ে ৯০ রান করেছেন। এছাড়াও তিনটি উইকেট নিয়েছেন তিনি।

আরো পড়ুন:-প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিলাপ ও স্ট্যাটাস চেক কিভাবে করবেন? জেনে নিন

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন