কিভাবে দেখবেন বিনামূল্যে IPL ? জানুন বিস্তারিত তথ্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

CRICKET

Bangla News Dunia , পল্লব : বিনামূল্যে ফুটবল বিশ্বকাপে দেখিয়ে ইতিমধ্যেই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের বাজারে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে JioCinema। IPL নিখরচায় দেখাবে মুকেশ আম্বানির সংস্থা। বিশ্বকাপের মতো এবছর আইপিএলও দেখা যাবে JioCinema অ্যাপে। সেটার জন্য কোনও রকম সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন পড়বে না।

আরো পড়ুন :- BIG NEWS : পাকিস্তানের উপর সোশ্যাল মিডিয়া STRICK করলো ভারত !

IPL-র আগের আসর পর্যন্ত অনলাইনে এই মেগা টুর্নামেন্ট দেখাতো ডিজনি প্লাস হটস্টার। সেজন্য আলাদা করে সাবস্ক্রিপশন নিতে হত। কিন্তু নিলাম করে মোটা টাকায় ভারতীয় উপমহাদেশে IPL দেখানোর স্বত্ত্ব কিনে নিয়েছে আম্বানির সংস্থা Viacom 18। ভারতীয় উপমহাদেশে ডিজিটাল স্বত্ত্বের জন্য ২৩ হাজার ৭৫৮ কোটি টাকা খরচ করতে হয়েছে আম্বানির সংস্থাকে।

আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?

এত টাকা খরচ করেও আইপিএল ম্যাচ বিনামূল্যে দর্শকদের দেখানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ওয়াকিবহাল মহল মনে করছে, আসলে আম্বানির সংস্থা অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের বাজারে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। খেলাধুলোর সম্প্রচারের বাজারে এই মুহূর্তে ভারতে একচেটিয়া ব্যাবসা ডিজনি প্লাস হটস্টার এবং সোনি লিভের। সেই বিপুল বাজারে থাবা বসাতে চাইছে জিও।

ফুটবল বিশ্বকাপের একেবারে শুরুর ম্যাচে খানিকটা সমস্যা হলেও গোটা ফুটবল বিশ্বকাপ সফলভাবে দেখিয়েছে জিও সিনেমা। বিশ্বকাপে তাঁদের কভারেজ বেশ পছন্দও হয়েছে দর্শকদের। আইপিএলেও চমক রাখতে চলেছে আম্বানির সংস্থা। আইপিএলের সম্প্রচারও হবে বিভিন্ন আঞ্চলিক ভাষায়।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের

আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭

আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন