Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মর্যাদার ডার্বিকেই কামব্যাকের মঞ্চ করতে চেয়েছিলেন পেপ গুয়ার্দিওলা এবং তাঁর দল। ৮৭ মিনিট অবধি ১-০ গোলে এগিয়েও ছিল ম্যান সিটি। আশায় বুক বেঁধেছিলেন সমর্থকরাও। তবে সেই আশায় জল ঢেলে দেন ব্রুনো ফার্নান্দেজ় এবং আমাদ ডিয়ালো। ২ মিনিটের মধ্যে ২ গোল করে জয় ছিনিয়ে নেয় আমোরিমের ম্যান ইউ। ঘরের মাঠে ডার্বি হেরে স্বভাবতই হতাশ গুয়ার্দিওলা।
আত্মবিশ্বাস যে একেবারেই তলানিতে ঠেকেছে তা স্পষ্ট পেপের বক্তব্য থেকে। দলের ব্যর্থতার সব দায় নিজের ঘাড়েই নিয়েছেন তিনি। ম্যাচের পর গুয়ার্দিওলা বলেন, ‘আমাদের আজ জিততেই হতো। আমি কোচ এবং আমি যথেষ্ট ভালো নই। আমাকেই সমাধান খুঁজে বের করতে হবে কিন্তু এখনও অবধি আমি পারিনি। এটাই বাস্তব।’
আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন
খারাপ সময় কাটিয়ে বেরিয়ে আসা নিয়ে প্রশ্ন করা হলে পেপ বলেন, ‘প্রচণ্ডভাবে চাই বেরিয়ে আসতে। কিন্তু বারবার চেষ্টা করা ছাড়া কিছুই করার নেই। কোনও বড় ক্লাব ১১টা ম্যাচের মধ্যে ৮টা ম্যাচ হারলে নিশ্চিত ভাবেই বলা যায় ঠিক ভাবে চলছে না কিছু। ঠাসা সূচি, চোট-আঘাত সমস্যা থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে ফেয়েনুর্দের বিরুদ্ধে ম্যাচে ৩ গোলে এগিয়ে থেকেও ম্যাচ ড্র করার ব্যাখ্যা দেওয়া যায় না এ সব দিয়ে।’
ম্যান সিটির তারকা ফুটবলার বার্নার্দো সিলভার গলাতেও হতাশা ঝরে পড়ে। তিনি বলেন, ‘শেষ মুহূর্তে আমরা অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের মতো খেলেছি। কোনও অজুহাতই যথেষ্ট নয়। আর শুধু একটা ম্যাচ নয়, অনেক ম্যাচেই এ ভাবে হারছি আমরা। ভাগ্য খারাপ ছিল বলে হারের দায় এড়ানো যায় না, নিজদের ভুল সিদ্ধান্তেই হেরেছি আমরা।’
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024