Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফুটবল জগতে ক্রিস্তিয়ানো রোনাল্দোর দক্ষতা সকলের জানা। ৪০ বছর বয়সেও তাঁর ক্ষমতা এক শতাংশও কমেনি। আট থেকে আশি সকলের অনুপ্রেরণা তিনি। সদ্য ৪০ বছরে পা দিয়ে তিনি এ বার এক হাজার গোল করার দিকে নজর দিয়েছেন। ফুটবলে ক্রিস্তিয়ানো রোনাল্দো থাকলেও ক্রিকেটে ক্রিস্তিয়ানো রোনাল্দো কে? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এটা জানালেন ইংল্যান্ডের প্রাক্তন বোলার স্টিভ হার্মিসন।
প্রাক্তন ইংল্যান্ড পেসারের মতে, ভারতীয় ক্রিকেটে ক্রিস্তিয়ানো রোনাল্দো হচ্ছেন জশপ্রীত বুমরা। এবং ফুটবলে যেমন রোনল্দোকে ছাড়া ভাবা যায় না, তেমনই ক্রিকেটেও জশপ্রীত বুমরাকে ছাড়া ভাবা যায় না। অর্থাৎ, দুই তারকাকেই একই স্তরে রাখলেন তিনি।
একটি সাক্ষাৎকারে হার্মিসন বলেন, ‘ওর নাম জশপ্রীত বুমরা। আমার কাছে বুমরার কোনও বিকল্প নেই। আমি হলে ফাইনালের দিন সকাল পর্যন্ত বুমরার জন্য অপেক্ষা করতাম, ও বিশ্বসেরা।’
জশপ্রীত বুমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন কি না সেটা নিশ্চিত নয়। যদি সব ঠিক থাকে তা হলে বুমরার খেলতে কোনও বাধা নেই। তিনি পুরো ফিট না হলে তাঁকে বসাতে হবে এবং তিনি না খেললে চাপ বাড়বে ভারতের উপর। ভারতের হয়ে বুমরার না খেলাকে হার্মিসন তুলনা করেন রোনাল্দোর পর্তুগালের হয়ে না খেলার সঙ্গে। হার্মিসন বলেন, ‘এটা এমন হবে যে আপনি ফুটবল বিশ্বকাপ খেলছেন সেরা স্ট্রাইকার ক্রিস্তিয়ানো রোনাল্দোকে ছাড়া। ১৫ বছর আগেও রোনাল্দোকে বদল করার সুযোগ ছিল না। আমি বুমরাকে নিয়ে ভারতের পরিকল্পনা ভাবছি। বুমরাকে শুধু সেমিফাইনালে খেলাক বা ফাইনালে খেলাক, কিন্তু ওকে দলের সঙ্গে রাখা দরকার।’
আরও পড়ুন:- কলকাতা টু বারাণসী 6 ঘণ্টায় ! তৈরি হচ্ছে নয়া এক্সপ্রেসওয়ে