২৯ মিনিটের মাথায় জোড়া লাল কার্ড ! নয় জনে ইস্টবেঙ্গল

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

bengaluru vs east bengal

Bangla News Dunia , Pallab : আইএসএলের মিনি ডার্বিতে নাটকীয় সিদ্ধান্ত। খেলার ২৯ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের দুই ফুটবলার নন্দকুমার ও মহেশ নাওরেম সিংহ। ফলে ৯ জনে খেলছে লাল-হলুদ।ইস্টবেঙ্গল ও মহমেডানের মধ্যে শুরু থেকে আক্রমণ প্রতি-আক্রমণের খেলা চলছিল। দু’দলই বল দখলের জন্য লড়ছিল। ২৭ মিনিটের মাথায় বল দখলের লড়াই হয় ইস্টবেঙ্গলের নন্দকুমার ও মহমেডানের অমরজিতের মধ্যে। সেই সময় নন্দকুমার নিজের ডান হাত চালান। তাঁর হাত গিয়ে লাগে অমরজিতের মুখে। তিনি মাটিতে পড়ে যান।

আরো পড়ুন :- এগিয়ে আসছে পৃথিবীর শেষ দিন ? কি বলছে বিজ্ঞানীরা

প্রথমে রেফারি হরিশ কুন্ডু অমরজিতকে হলুদ কার্ড দেখান। মহমেডানের ফুটবলারেরা অভিযোগ করতে থাকেন যে নন্দকুমার অমরজিতকে মেরেছেন। পরে সহকারী রেফারির সঙ্গে কথা বলে ২৯ মিনিটের মাথায় নন্দকুমারকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। রিপ্লে-তে স্পষ্ট যে ইচ্ছাকৃত ভাবেই হাত চালিয়েছিলেন নন্দ। তাই রেফারির এই সিদ্ধান্ত যুক্তিযুক্ত। #Short News

আরো পড়ুন :- মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে মাস্টারস্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন