UCL-এ মুখোমুখি রিয়াল-ম্যান সিটি, জেনে নিন নক আউটের প্রথম পর্বের সূচি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চলতি সপ্তাহে ফিরছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে গ্রুপ পর্বের খেলা। পয়েন্ট তালিকার প্রথম আটে থাকা দলগুলি সরাসরি পৌঁছেছে শেষ ষোলোয়। মঙ্গলবার রাত থেকে শুরু হচ্ছে নক-আউট পর্বের খেলা। নামবে রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার সিটি, বায়ার্ন, পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ডের মতো বড় দলগুলি। দেখে নেওয়া যাক কোন কোন ম্যাচের দিকে থাকবে নজর-

রিয়াল-ম্যান সিটি

এই পর্বের সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটি। দুই দলই কোনও ভাবে পৌঁছেছে নক আউটে। গতবারের চ্যাম্পিয়ন রিয়াল। সেমিফাইনাল বা কোয়ার্টারে শেষ ৩ বছরে বারবার মুখোমুখি হয়েছে এই দুই দল। এ বার শেষ ষোলোর আগেই ছিটকে যাবে একটি দল।

ফর্মের বিচারে এগিয়ে রিয়াল মাদ্রিদ। আক্রমণে এমবাপে, ভিনিসিয়াস, রদ্রিগো এবং মাঝমাঠে বেলিংহ্যাম বড় ভরসা রিয়ালের। তবে চোটের জন্য প্রধান ৫ ডিফেন্ডারকে পাবেন না কোচ কার্লো আন্সেলোত্তি, সেটা এখন বড় চিন্তা তাঁর। এই সুযোগটা কাজে লাগাতে চাইবে ম্যান সিটি। চোটের জন্য দলের অন্যতম প্রধান মিডফিল্ডার রদ্রিকে না পেলেও হাল্যান্ড, ফডেন, সিলভাদের উপরেই ভরসা রাখবেন পেপ। আছে নতুন সই করা চার তরুণ ফুটবলারও।

তা ছাড়াও স্পোর্টিং সিপির বিরুদ্ধে নামবে বরুসিয়া ডর্টমুন্ড। জুভেন্তাসের প্রতিপক্ষ পিএসভি। অন্য ম্যাচে মুখোমুখি বায়ার্ন ও কেল্টিক। পিএসজি খেলবে আর এক ফরাসি ক্লাব ব্রেস্তের বিরুদ্ধে। দেখে নেওয়া যাক ম্যাচের সূচি-

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)

রাত ১১.১৫

ব্রেস্ত বনাম পিএসজি

রাত ১.৩০

স্পোর্টিং সিপি বনাম বরুসিয়া ডর্টমুন্ড

জুভেন্তাস বনাম পিএসভি

ম্যাঞ্চেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ

বুধবার (১২ ফেব্রুয়ারি)

রাত ১১.১৫

ক্লাব ব্রুজ বনাম আতালান্তা

রাত ১.৩০

কেল্টিক বনাম বায়ার্ন মিউনিখ

ফেনুর্দ বনাম এসি মিলান

মোনাকো বনাম বেনফিকা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন