আজ প্রয়াগরাজ সফরে প্রধানমন্ত্রী, মহাকুম্ভে সারবেন পবিত্র স্নান

By Bangla News Dunia Dinesh

Published on:

pm modi ram mandir

Bangla News Dunia, দীনেশ :- বুধবার প্রয়াগরাজে মহাকুম্ভে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সংগমস্থলে পবিত্র স্নান সারবেন। ত্রিবেণী সংগমে স্নান সেরে গঙ্গার তীরে পূজা এবং প্রার্থনা করবেন মোদি।

প্রধানমন্ত্রী প্রয়াগরাজে পৌঁছে সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ আরাইল ঘাটে যাবেন। সেখান থেকে তিনি নৌকায় মহাকুম্ভে পৌঁছাবেন। সংগমস্থলে পবিত্র স্নান সারবেন ও পুজো দেবেন। প্রায় এক ঘণ্টা সেখানে থাকার পর তিনি সকাল ১১টা ৪৫ মিনিটে নৌকায় আরাইল ঘাটে ফিরবেন।

আরও পড়ুন:– কোনও অনুশোচনা নেই, চুম্বন বিতর্কে আর কী বললেন উদিত নারায়ণ?

দুপুর সাড়ে ১২টায় ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে প্রয়াগরাজ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি। এর আগে ১৩ ডিসেম্বর প্রয়াগরাজ সফরের সময় প্রধানমন্ত্রী ৫,৫০০ কোটি টাকার ১৬৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন।

আরও পড়ুন:– আশ্চর্য বিজ্ঞান, সন্তানের জন্ম দিল ২ পুরুষ, কিভাবে ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন