অভ্যন্তরীণ সমীক্ষায় এগিয়ে গেরুয়া শিবির ! চিন্তায় শাসক তৃণমূল

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- অভ্যন্তরীণ সমীক্ষায় এগিয়ে গেরুয়া শিবির ! সামনে বঙ্গে বিধানসভা ভোট আর সেখানে ২০০ টির বেশি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। উলেখ্য গত লোকসভা নির্বাচনে রাজ্যে ২২ টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানে লক্ষ্যের বেশ কাছে গিয়ে ১৮ টি আসন পেয়ে সবাইকে চমক দিয়েছিল গেরুয়া শিবির। এবার ফের বড়সড় কিছু চমক দেওয়ার আশায় রয়েছে রাজ্য বিজেপি শিবির।

প্রসঙ্গত রাজ্যের পরিস্থিতি ও ভোটারদের মন খতিয়ে দেখতে বিজেপির তরফ থেকে টিম গড়া হয়েছিল। যাদের দায়িত্ব ছিল বিভিন্ন জেলায় ঘুরে মানুষের মনোভাব বুঝে রিপোর্ট তৈরি করা। আর সেই সমীক্ষা মতে অমিত শাহের দেওয়া লক্ষ্য থেকে অল্প দূরেই রয়েছে বিজেপি। সেই অভ্যন্তরীণ সমীক্ষা অনুযায়ী, ভোটের নিরিখে এই মুহূর্তে রাজ্যে ১৫০-১৬৫ টি আসনে এগিয়ে আছে গেরুয়া শিবির। আগামী ৩০শে জানুয়ারী শাহ রাজ্যে আসলে তাকে এই সমীক্ষার রিপোর্ট দেওয়া হবে।

আরো পড়ুন :- আগত বিধানসভা ভোটে বালুরঘাট লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কার পাল্লা ভারী দেখুন

প্রসঙ্গত সারা রাজ্যে ৫টি ভাগে ভাগ করে নির্বাচন লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে বিজেপি। উত্তরবঙ্গ, দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলা নিয়ে এক একটি করে জোন বানিয়েছে বিজেপি। বিজেপির রাজ্য নেতাদের মতে এরপর রাজ্যে অমিত শাহ, নরেন্দ্র মোদী ও যোগীর মতো নেতা পুরোদমে প্রচারে আসলে বিজেপির আসন সংখ্যা আরও বাড়বে। তাই বিধানসভা ভোট পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপাবে গেরুয়া শিবির। আর এই রিপোর্ট সামনে আসতেই চিন্তা বেড়েছে শাসক দলের।

Highlights

1. অভ্যন্তরীণ সমীক্ষায় এগিয়ে গেরুয়া শিবির !

2. পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপাবে গেরুয়া শিবির

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন