আগত বিধানসভা ভোটে বহরমপুর লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কার পাল্লা ভারী দেখুন

By Bangla News Dunia Dinesh

Updated on:

Bangla News Dunia, সুমিত পল :- এখানে আমরা ২০১৯ এর লোকসভা নির্বাচনের ভোটের নিরিখে বহরমপুর লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কারা কি অবস্থানে রয়েছে তা জানাবো। কিছুদিন আগেই লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করেছে বিজেপি। আর তাতেই তৃণমুলের পর রাজ্যের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিজেপি। আর তাতেই তৃণমুলের সাথে লড়াইয়ে মাঠে নেমেছে বিজেপি। কিন্তু এই কেন্দ্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হচ্ছে কংগ্রেস ও তৃণমুল । ২০১৯ এ বহরমপুর লোকসভা আসন থেকে কংগ্রেস এর হয়ে অধীর রঞ্জন চৌধুরী জয়লাভ করেন। তিনি ৫ লাখ ৯১ হাজার ১০৬ টি ভোট পেয়েছিলেন।

অপরদিকে তৃণমুলের হয়ে ভোটে লড়েছিলেন অপূর্বা সরকার  , তিনি ৫ লাখ ১০ হাজার ৪১০ টি ভোট পেয়েছিলেন। । চলুন দেখে নেওয়া যাক এই লোকসভা কেন্দ্রের  অন্তর্গত ৭ বিধান সভায় কার পাল্লা ভারী।

১. বারোয়ান :- এই কেন্দ্রে দ্বিমুখী লড়াই দেখা যেতে পারে। এখানে তৃণমুল ৬১ হাজার ভোট পেয়েছিলো আর কংগ্রেস ৬৫ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে কংগ্রেস এগিয়ে রয়েছে।

২. কান্দি :- এই কেন্দ্রে দ্বিমুখী লড়াই দেখা যেতে পারে। এখানে তৃণমুল ৫৯ হাজার ভোট পেয়েছিলো আর কংগ্রেস ৯৫ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে কংগ্রেস এগিয়ে রয়েছে।

৩. ভরতপুর :- এই কেন্দ্রে দ্বিমুখী লড়াই দেখা যেতে পারে। এখানে তৃণমুল ৮১ হাজার ভোট পেয়েছিলো আর কংগ্রেস ৭৩ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে তৃণমুল এগিয়ে রয়েছে।

৪. রেজিনগর :- এই কেন্দ্রে দ্বিমুখী লড়াই দেখা যেতে পারে। এখানে তৃণমুল ৯৯ হাজার ভোট পেয়েছিলো আর কংগ্রেস ৬৪ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে তৃণমুল এগিয়ে রয়েছে।

আরো পড়ুন :- আগত বিধানসভা ভোটে মালদা – দক্ষিণ লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কার পাল্লা ভারী দেখুন

৫. বেলডাঙা :- এই কেন্দ্রে দ্বিমুখী লড়াই দেখা যেতে পারে। এখানে তৃণমুল ৮৩ হাজার ভোট পেয়েছিলো আর কংগ্রেস ৮০ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে তৃণমুল এগিয়ে রয়েছে।

৬. বহরমপুর :- এই কেন্দ্রে দ্বিমুখী লড়াই দেখা যেতে পারে। এখানে তৃণমুল ৪১ হাজার ভোট পেয়েছিলো আর কংগ্রেস ১ লাখ ৩০ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে কংগ্রেস এগিয়ে রয়েছে।

bjp-tmc

৭. নওদা :- এই কেন্দ্রে দ্বিমুখী লড়াই দেখা যেতে পারে। এখানে তৃণমুল ৮২ হাজার ভোট পেয়েছিলো আর কংগ্রেস ৭৯ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে তৃণমুল এগিয়ে রয়েছে।

অথাৎ এই সাত কেন্দ্রের মধ্যে লোকসভার নিরিখে তৃণমুল ৪ টি আসেন এগিয়ে রয়েছে। আর কংগ্রেস ৩ টি আসনে এগিয়ে রয়েছে। তবে ২০২১ এর বিধানসভা ভোটে এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে।

আরো পড়ুন :- এক নজরে দেখুন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে আগত বিধান সভায় কার পাল্লা ভারী

বাকি লোকসভা কেন্দ্রে কারা কি অবস্থানে রয়েছে তা জানতে  আমাদের ফলো করুন। 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন