আগত বিধানসভা ভোটে মালদা – উত্তর লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কার পাল্লা ভারী দেখুন

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia, দীনেশ দেব :- এখানে আমরা ২০১৯ এর লোকসভা নির্বাচনের ভোটের নিরিখে মালদা – উত্তর লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কারা কি অবস্থানে রয়েছে তা জানাবো। কিছুদিন আগেই লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করেছে বিজেপি। আর তাতেই তৃণমুলের পর রাজ্যের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিজেপি। আর তাতেই তৃণমুলের সাথে লড়াইয়ে মাঠে নেমেছে বিজেপি। ২০১৯ এ বালুরঘাট লোকসভা আসন থেকে বিজেপির হয়ে খগেন মুর্মু  জয়লাভ করেন। তিনি ৫ লাখ ৯ হাজার ৫২৪ টি ভোট পেয়েছিলেন।

অপরদিকে তৃণমুলের হয়ে ভোটে লড়েছিলেন মৌসম নূর । তিনি ৪ লাখ ২৫ হাজার ২৩৬ টি ভোট পেয়েছিলেন। চলুন দেখে নেওয়া যাক এই লোকসভা কেন্দ্রের  অন্তর্গত ৭ বিধান সভায় কার পাল্লা ভারী।

১. হাবিবপুর :- এখানে তৃণমুল ৫৩ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি ১ লাখ ৭ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।

২. গাজোলি :- এখানে তৃণমুল ৬৭ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি ১ লাখ ৮ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।

আরো পড়ুন :- আগত বিধানসভা ভোট রায়গঞ্জ লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কার পাল্লা ভারী দেখুন

৩. চাঁচল :- এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই দেখা যেতে পারে। এখানে তৃণমুল ৫৫ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি  ৪৮ হাজার আর কংগ্রেস ৬৪ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে কংগ্রেস এগিয়ে রয়েছে।

৪. হরিশ্চন্দ্রপুর :- এই কেন্দ্রে ও ত্রিমুখী লড়াই দেখা যেতে পারে। এখানে তৃণমুল ৬৩ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি  ৪৭ হাজার আর কংগ্রেস ৬০ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে তৃণমুল এগিয়ে রয়েছে।

bjp-tmc

৫. মালতীপুর :- এই কেন্দ্রে ও ত্রিমুখী লড়াই দেখা যেতে পারে। এখানে তৃণমুল ৫৮ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি  ৩৫ হাজার আর কংগ্রেস ৬৪ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে কংগ্রেস এগিয়ে রয়েছে।

৬. রতুয়া :- এই কেন্দ্রে ও ত্রিমুখী লড়াই দেখা যেতে পারে। এখানে তৃণমুল ৭৬ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি  ৫৫ হাজার আর কংগ্রেস ৫৭ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে তৃণমুল  এগিয়ে রয়েছে।

৭. মালদা :- এই কেন্দ্রে দ্বিমুখী লড়াই দেখা যেতে পারে। এখানে তৃণমুল ৫০ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি ১ লক্ষ ৪ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে কংবিজেপি এগিয়ে রয়েছে।

অথাৎ এই সাত কেন্দ্রের মধ্যে লোকসভার নিরিখে বিজেপি ৩ টি আসেন এগিয়ে রয়েছে। আর কংগ্রেস ৩ টি আসনে এগিয়ে রয়েছে। আর তৃণমুল ১ টি আসনে এগিয়ে রয়েছে।  তবে ২০২১ এর বিধানসভা ভোটে এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে।  তাই এই কেন্দ্রে প্রমুখ ৩ দলকেই ভালো কাজ করতে হবে।

আরো পড়ুন :- এক নজরে দেখুন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে আগত বিধান সভায় কার পাল্লা ভারী

বাকি লোকসভা কেন্দ্রে কারা কি অবস্থানে রয়েছে তা জানতে  আমাদের ফলো করুন। 

avilo digital marketing

Bangla news dunia Desk

মন্তব্য করুন