আগত বিধানসভা ভোটে মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কার পাল্লা ভারী দেখুন

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia, সুমিত পল :- এখানে আমরা ২০১৯ এর লোকসভা নির্বাচনের ভোটের নিরিখে মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কারা কি অবস্থানে রয়েছে তা জানাবো। কিছুদিন আগেই লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করেছে বিজেপি। আর তাতেই তৃণমুলের পর রাজ্যের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিজেপি। আর তাতেই তৃণমুলের সাথে লড়াইয়ে মাঠে নেমেছে বিজেপি। কিন্তু এই কেন্দ্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হচ্ছে কংগ্রেস ও তৃণমুল । ২০১৯ এ বহরমপুর লোকসভা আসন থেকে তৃণমুল এর হয়ে আবু তাহের খান  জয়লাভ করেন। তিনি ৬ লাখ ৪ হাজার ৩৪৬ টি ভোট পেয়েছিলেন।

অপরদিকে কংগ্রেসের হয়ে ভোটে লড়েছিলেন আবু হেনা   , তিনি ৩ লাখ ৭৭ হাজার ৯২৯ টি ভোট পেয়েছিলেন। । চলুন দেখে নেওয়া যাক এই লোকসভা কেন্দ্রের  অন্তর্গত ৭ বিধান সভায় কার পাল্লা ভারী।

আরো পড়ুন :- আগত বিধানসভা ভোটে বহরমপুর লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কার পাল্লা ভারী দেখুন

১. ভগবানগোলা :- এই কেন্দ্রে দ্বিমুখী লড়াই দেখা যেতে পারে। এখানে তৃণমুল ৬৮ হাজার ভোট পেয়েছিলো আর কংগ্রেস ৯৩ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে কংগ্রেস এগিয়ে রয়েছে।

২. রানীনগর :- এই কেন্দ্রে দ্বিমুখী লড়াই দেখা যেতে পারে। এখানে তৃণমুল ৫৪ হাজার ভোট পেয়েছিলো আর কংগ্রেস ৯৪ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে কংগ্রেস এগিয়ে রয়েছে।

bjp-tmc

৩. মুর্শিদাবাদ :- এই কেন্দ্রে দ্বিমুখী লড়াই দেখা যেতে পারে। তবে এই কেন্দ্রে কংগ্রেসের সাথে বিজেপির লড়াই দেখা যেতে পারে। এখানে বিজেপি ৮০ হাজার ভোট পেয়েছিলো আর কংগ্রেস ৭৭ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে। তবে এই কেন্দ্রে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে।

৪. হরিহরপাড়া :- এই কেন্দ্রে দ্বিমুখী লড়াই দেখা যেতে পারে। এখানে তৃণমুল ৬৭ হাজার ভোট পেয়েছিলো আর কংগ্রেস ৮৭ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে কংগ্রেস এগিয়ে রয়েছে।

আরো পড়ুন :- আগত বিধানসভা ভোটে মালদা – দক্ষিণ লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কার পাল্লা ভারী দেখুন

৫. ডোমকল :- এই কেন্দ্রে দ্বিমুখী লড়াই দেখা যেতে পারে। এখানে তৃণমুল ৭১ হাজার ভোট পেয়েছিলো আর কংগ্রেস ৮৪ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে কংগ্রেস এগিয়ে রয়েছে। এই কেন্দ্রে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে।

৬. জলঙ্গি :- এই কেন্দ্রে দ্বিমুখী লড়াই দেখা যেতে পারে। এখানে তৃণমুল ৫৪ হাজার ভোট পেয়েছিলো আর কংগ্রেস ৭৯ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে কংগ্রেস এগিয়ে রয়েছে।

৭. করিমপুর :- এই কেন্দ্রে দ্বিমুখী লড়াই দেখা যেতে পারে। তবে এই কেন্দ্রে কংগ্রেসের সাথে বিজেপির লড়াই দেখা যেতে পারে। এখানে বিজেপি ৭৩ হাজার ভোট পেয়েছিলো আর কংগ্রেস ৮৭ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে কংগ্রেস এগিয়ে রয়েছে।

অথাৎ এই সাত কেন্দ্রের মধ্যে লোকসভার নিরিখে কংগ্রেস ৬ টি আসেন এগিয়ে রয়েছে। আর বিজেপি ১ টি আসনে এগিয়ে রয়েছে। তবে ২০২১ এর বিধানসভা ভোটে এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। কারণ রাজ্যের প্রধান রাজনৈতিক দল তৃণমুল ও লড়াইতে রয়েছে।

আরো পড়ুন :- এক নজরে দেখুন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে আগত বিধান সভায় কার পাল্লা ভারী

বাকি লোকসভা কেন্দ্রে কারা কি অবস্থানে রয়েছে তা জানতে  আমাদের ফলো করুন। 

avilo digital marketing

Bangla news dunia Desk

মন্তব্য করুন