Bangla News Dunia, সুমিত পল :- এখানে আমরা ২০১৯ এর লোকসভা নির্বাচনের ভোটের নিরিখে রানাঘাট লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কারা কি অবস্থানে রয়েছে তা জানাবো। কিছুদিন আগেই লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করেছে বিজেপি। আর তাতেই তৃণমুলের পর রাজ্যের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিজেপি। আর তাতেই তৃণমুলের সাথে লড়াইয়ে মাঠে নেমেছে বিজেপি। এই কেন্দ্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিজেপি ও তৃণমুল । ২০১৯ এ রানাঘাট লোকসভা আসন থেকে বিজেপির হয়ে জগন্নাথ সরকার জয়লাভ করেন। তিনি ৭ লাখ ৮৩ হাজার ২৫৩ টি ভোট পেয়েছিলেন।
অপরদিকে তৃণমুলের হয়ে ভোটে লড়েছিলেন রুপালি বিশ্বাস , তিনি ৫ লাখ ৪৯ হাজার ৮২৫ টি ভোট পেয়েছিলেন। । চলুন দেখে নেওয়া যাক এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭ বিধান সভায় কার পাল্লা ভারী।
আরো পড়ুন :- কড়া নিরাপত্তায় হবে বিধানসভা ভোট ! কড়া বার্তা কমিশনের
১. নবদ্বীপ :- এখানে তৃণমুল ৮৮ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি ৮৪ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে তৃণমুল এগিয়ে রয়েছে। তবে বিধানসভা ভোট এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
২. শান্তিপুর :- এখানে বিজেপি ১ লাখ ১২ হাজার ভোট পেয়েছিলো আর তৃণমুল ৭৭ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।
৩. রানাঘাট উত্তর – পশ্চিম :- এখানে বিজেপি ১ লাখ ১৯ হাজার ভোট পেয়েছিলো আর তৃণমুল ৭৪ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।
৪. কৃষাণগঞ্জ :- এখানে বিজেপি ১ লাখ ২১ হাজার ভোট পেয়েছিলো আর তৃণমুল ৮৩ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।
৫. রানাঘাট উত্তর – পূর্ব :- এখানে বিজেপি ১ লাখ ১৬ হাজার ভোট পেয়েছিলো আর তৃণমুল ৭৩ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।
৬. রানাঘাট দক্ষিণ :- এখানে বিজেপি ১ লাখ ২৪ হাজার ভোট পেয়েছিলো আর তৃণমুল ৭৯ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।
৭. চাকদহ :- এখানে বিজেপি ১ লাখ ১ হাজার ভোট পেয়েছিলো আর তৃণমুল ৭১ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।
অথাৎ এই সাত কেন্দ্রের মধ্যে লোকসভার নিরিখে তৃণমুল ১ টি আসেন এগিয়ে রয়েছে। আর বিজেপি ৬ টি আসনে এগিয়ে রয়েছে। তবে ২০২১ এর বিধানসভা ভোটে এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে।
আরো পড়ুন :- এক নজরে দেখুন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে আগত বিধান সভায় কার পাল্লা ভারী
বাকি লোকসভা কেন্দ্রে কারা কি অবস্থানে রয়েছে তা জানতে আমাদের ফলো করুন।