Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আবারও তৃণমূলের দুর্গে পতন ! এবার দল ছাড়লেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত । তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকে তিনি ইস্তফা দিলেন তিনি। তিনি আজ সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে পদত্যাগ করেন। গতকাল প্রথমে শুভেন্দু অধিকারী তারপর জিতেন্দ্র তিওয়ারি ও প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ এর পদত্যাগের পর আজ শীলভদ্র দত্ত তৃণমূলে থেকে বেরিয়ে গেলেন। এর পর প্রবল চাপে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
কিছু দিন আগে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত বলেছিলেন , তিনি দল ছাড়বেন। এরপর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর প্রশান্ত কিশোর তার বাড়িতে দেখা করতে যান। কিন্তু উনি দেখা করেননি বলে সুত্রের খবর। কারণ আগে থেকেই দলের একাংশের বিরুদ্ধে তার ক্ষোভ ছিল। তিনি আগেই বলেছিলেন আর তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়াবেন না। জল্পনা বাড়ছে আগামীকাল হয়তো মেদিনীপুরে অমিত শাহের জন সভায় শুভেন্দু অধিকারীর সাথে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। তবে এটাও জানা যাচ্ছে শীলভদ্র দত্ত ছাড়া আরও তৃণমূলের বিধায়ক আগামীকাল বিজেপিতে যোগ দেওয়ার কথা।
আরো পড়ুন :- তাসের ঘরের মতো ভেঙে যাবে তৃণমূল ! বললেন লকেট চ্যাটার্জী
এবার যা পরিস্থিতি চলছে তাতে আগামী বিধানসভা ভোটের আগেই হয়তো এই সরকারের পতন হতে পারে। তবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বসতে চলেছে মুখ্যমন্ত্রীর কালী ঘাটের বাড়িতে। সেখানে থাকবেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তবে দিন দিন তৃণমূলে যত ফাটল বাড়বে তত হাসি চওড়া হবে বিজেপির।
Highlights
1. আবারও তৃণমূলের দুর্গে পতন !
2. তবে দিন দিন তৃণমূলে যত ফাটল বাড়বে তত হাসি চওড়া হবে বিজেপির
#BJP #TMC