Bangla News Dunia, অজয় দাস :- এখানে আমরা ২০১৯ এর লোকসভা নির্বাচনের ভোটার নিরিখে আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কারা কি অবস্থানে রয়েছে তা জানাবো। কিছুদিন আগেই লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করেছে বিজেপি। আর তাতেই রাজ্যের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিজেপি। আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে বিজেপির হয়ে জন বার্লা জয়লাভ করেন। তিনি ৭ লাখ ৫০ হাজার ৮০৪ টি ভোট পেয়েছিলেন।
অপরদিকে তৃণমুলের হয়ে ভোটে লড়েছিলেন দশরথ তীরকে । তিনি ৫ লাখ ৬ হাজার ৮১৫ টি ভোট পেয়েছিলেন। চলুন দেখে নেওয়া যাক এই লোকসভা কেন্দ্রে আগত বিধান সভায় কার পাল্লা ভারী।
আরো পড়ুন :- একনজরে দেখুন কোচবিহার লোকসভা কেন্দ্রে আগত বিধান সভায় কার পাল্লা ভারী
এই লোকসভা কেন্দ্রের মধ্যে ৭ টি বিধানসভা রয়েছে। দেখে নেওয়া যাক কোন বিধানসভায় কে এগিয়ে।
১. তুফানগঞ্জ :- এখানে তৃণমুল ৯১ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি ৯৮ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে। তবে বিধানসভা ভোট এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
২. কুমারগ্রাম :- এখানে তৃণমুল ৮৭ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি ১ লাখ ১৬ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।
৩. কালচিনি :- এখানে তৃণমুল ৬৪ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি ১ লাখ ১১ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।
আরো পড়ুন :- রাজ্যের কৃষকদের ৬০০০ টাকা না পাওয়ার পিছনে, মমতাকে বিঁধলেন মোদী
৪. আলিপুরদুয়ার :- এখানে তৃণমুল ৭৭ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি ১ লাখ ১৪ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।
৫. ফালাকাটা :- এখানে তৃণমুল ৮২ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি ১ লাখ ৯ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।
৬. মাদারিহাট :- এখানে তৃণমুল ৪৯ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি ৯৩ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।
৭. নাগরাকাটা :- এখানে তৃণমুল ৫৩ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি ১ লাখ ৩ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।
আরো পড়ুন :- অসমে বন্ধ হচ্ছে মাদ্রাসা ও টোল ! বিস্তারিত পড়ুন
অথাৎ এই সাত কেন্দ্রের মধ্যে লোকসভার নিরিখে বিজেপি ৭ টি আসেন এগিয়ে রয়েছে। আসন্ন বিধানসভায় এই ৭ বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে যেতে পারে।
বাকি লোকসভা কেন্দ্রে কারা কি অবস্থানে রয়েছে তা জানতে আমাদের ফলো করুন।
Highlights:-
১. আলিপুরদুয়ার বিধানসভার ৭ টি আসন বিজেপির দখলে যেতে পারে।
২. ২০১৯ এর লোকসভায় বিজেপি আলিপুরদুয়ার আসনে জয়লাভ করে।
#banglanews #politicalnews #politics #banglanewsdunia