Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- এখনই ভোট হলে কি ফলাফল হবে বাংলায় ? করোনা থেকে রেশন বিলি আর লকডাউন থেকে আমফান একাদিক বিরোধী অস্ত্রে বিদ্ধ শাসক তৃণমূল। আমফান দুর্নীতিকে সামনে রেখে বেশ চাঙ্গা বিজেপি। একই অস্ত্রে ময়দানে বাম কংগ্রেস। ব্যাকফুটে থাকা তৃণমূলকে চাঙ্গা করতে ময়দানে টিম পিকে। বেশ কিছু দিন দলের ঘরোয়া সমস্যায় কিছুটা চাপে গেরুয়া শিবির। এত কিছু সামলে কারা শেষ হাসি হাসবে ২০২১র বিধানসভা ভোটে। এবারের লড়াই একে বাড়ে হাড্ডাহাড্ডি।
কিছু দিন আগেই ভার্চুয়াল সভা থেকে তৃণমূলকে তীর বিদ্ধ করেছিলেন বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ। তার পর বর্তমান সভাপতি জেপি নাড্ডা থেকে দিলীপ ঘোষ , একে একে ময়দানে ঝাঁপাচ্ছেন বিজেপির রাজ্য থেকে কেন্দ্রীয় নেতারা। তাদের এক মাত্র টার্গেট বাংলা। বিগত ৬ বছরের মোদী সরকারের বড়োবড়ো সিদ্ধান্ত ও মমতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে বাংলা দখলে মরিয়া বিজেপি।
কিছু দিন আগে এবিপি আনন্দ ও সিএনএক্স-র সমীক্ষার অভ্যাস ছিল ২১সে কিছুটা এগিয়ে তৃণমূল। সেটা অবশ্য এইসব আমফান দুর্নীতির আগের বিষয় ছিল। কিন্তু এখন পরিস্থিতি বেশ আলাদা। ২০১৯-র গত লোকসভার নিরিখে তৃণমূল পেয়েছিলো ৪৪ শতাংশ ভোট ও সিট্ ছিল ২২টি। বিজেপি পেয়েছিলো ৪০ শতাংশ ভোট , সিট ছিল ১৮টি। তৃতীয় কংগ্রেস ২টি ও বাম ভোট ৭ শতাংশ ও সিট ০ ছিল। অনেকে বলেছিলো বামের ভোট রামে গেছে।
এবার কি হতে চলেছে , বিভিন্ন মিডিয়া ও গ্রাম বাংলার অভ্যাস নিয়ে আসবো আপনাদের কাছে। কার জনপ্রিয়তা কত ? বাংলায় করোনা মোকাবিলা ও আমফান-র পর মোদির জন প্রিয়তা বেড়েছে কিছুটা। পিছিয়ে নেই মমতা ব্যানার্জী। কে হাসবে শেষ হাসি ? আসছি পর্ব ২ নিয়ে খুব তাড়াতাড়ি।
Highlights
1. এখনই ভোট হলে কি ফলাফল হবে বাংলায় ?
2. কে হাসবে শেষ হাসি ?
#Vote #Bengal #এক্সিটপোল #BJP #TMC #Left