এবার আদালতে শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলা ! বিতর্কিত মন্তব্য ওয়েসির

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :-  এবার আদালতে শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলা ! অযোধ্যার পর এবার মথুরা। আদালতে শ্রী কৃষ্ণ জন্মভূমি বিবাদ নিয়ে দাখিল করা আবেদন মথুরার জজ কোর্ট স্বীকার করে নিয়েছে। আর সেই মামলার আগামী শুনানি ১৮ ই নভেম্বর হতে চলেছে। আবেদনে শ্রী কৃষ্ণ জন্মভূমি থেকে ঈদগাহ মসজিদ হটানোর দাবি করা হয়েছে। আর এই মামলায় AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসির উস্কানিমূলক মন্তব্য সামনে এসেছে। উনি বলেছেন আর এস এস এই মামলার পর হিংসাত্মক  অভিযান শুরু করবে।

বেলুড় মঠ

আজ ওয়াইসি ট্যুইট করে লেখেন, যেটার ভয় ছিল, সেটাই হল। বাবরি মসজিদের রায়ের পর সংঘ পরিবারের অভিপ্রায় আরও মজবুত হয়েছে। মনে রাখবেন, যদি আপনি আর আমি এখনো গভীর নিদ্রায় শুয়ে থাকি, তাহলে কয়েকবছর পর আরও একটি হিংসাত্মক অভিযান শুরু হবে। তার এই মন্তব্যে জল্পনা শুরু হয়েছে নানা মহলে। তবে অযোধ্যার পর কাশী মথুরা সংঘ পরিবারের কাছে এটাও একটা নতুন চ্যালেঞ্জ। এবার এই মামলা কোন দিকে জায় সেটা দেখার।

প্রসঙ্গত সুপ্রিম কোর্ট নভেম্বর ২০১৯ এ অযোধ্যার  রাম জন্মভূমি আর বাবরি মসজিদ বিতর্ক মামলায় সিদ্ধান্ত শুনিয়েছিল আর অয্যোধ্যায় বিতর্কিত জমি রাম মন্দিরকে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এরপর মথুরায় কৃষ্ণ জন্মভূমি আর বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে মসজিদ হটানোর দাবি উঠেছে। দুটি মামলাই আদালতে চলছে।

আরো পড়ুন :- পুজোর পরেই বিহারের ভোট , কি হতে চলেছে দেখেনিন এক নজরে

অর্থাৎ ফের মন্দির রাজনীতি চওড়া হচ্ছে। ২০২২এ উত্তরপ্রদেশে ভোটের আগে ফের চড়ছে পারদ।

Highlights

1. এবার আদালতে শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলা !

2. ২০২২এ উত্তরপ্রদেশে ভোটের আগে ফের চড়ছে পারদ।

#Temple #Mathura

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন