Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কিডনি দিয়ে দিচ্ছি কিন্তু চাকরি দিন ! দীর্ঘ ৫ বছর পর নন্দীগ্রামে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে তিনি নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন। তিনি আরো বলেন, ২১-র বিধানসভা নির্বাচনে এবার নন্দীগ্রাম থেকে নির্বাচনে দাঁড়াবেন। আরো বলেন , নন্দীগ্রাম ওনার খুব লাকি জায়গা। কিন্তু তিনি ভবানীপুরকে নিরাশ করবেন না বলে জানান। ম্যানেজ করতে পারলে ২ই কেন্দ্র থেকেই বিধানসভা ভোটে লড়ার ইঙ্গিত দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত নন্দীগ্রামের সেই জনসভায় নন্দীগ্রামের ৯ টি শহীদ পরিবারে উপস্থিত ছিলেন। কিন্তু কিছুদিন আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভায় ৩০ টি শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিল। তাই মমতার সভাতে এত কম শহীদ পরিবার সভায় উপস্থিতি নিয়ে তৃণমূলের মধ্যেই অস্বস্তি বেড়েছে। এছাড়াও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আন্দোলনে ১০ টি নিখোঁজের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেন।
কিন্তু আরো অস্বস্তি বেড়েছে তৃণমূলের সেই সভাতে চাকরিপ্রার্থীদের প্ল্যাকার্ডও দেখা গিয়েছে। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝেই চাকরির দাবি নিয়ে প্ল্যাকার্ড তুলতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়া ভিডিও পাওয়া গিয়েছে, চাকরি প্রার্থীদের ২টি প্ল্যাকার্ড দেখা গিয়েছে। সেটায় লেখা দিদি আমরা কিডনি দিচ্ছি, বিক্রি করে চাকরি দিন।
আরো পড়ুন :- গেরুয়া ব্রিগেড বনাম ঘাসফুল ! ময়দানে বিজেপির সেরা একাদশ
কিন্তু এদিকে পাল্টা শুভেন্দু অধিকারী কলকাতার সভা থেকে ঘোষণা করেন যদি দল চায় তাহলে তিনি নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়াবেন ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কমপক্ষে ৫০ হাজার ভোটে হারাবেন তিনি।
Highlights
1. কিডনি দিয়ে দিচ্ছি কিন্তু চাকরি দিন !
2. মমতা বন্দ্যোপাধ্যায়কে কমপক্ষে ৫০ হাজার ভোটে হারাবেন তিনি
#BJP #TMC