Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কেন্দ্রীয় বাহিনী দিয়ে হোক বাংলার ভোট ! আগামী একুশের রাজ্য বিধানসভা নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর সাহায্য প্রয়োজন। গতকাল খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি গেল। আসন্ন ২০২১-র বিধানসভা নির্বাচনে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের তা ছাড়া যেখানে নির্বাচন উপলক্ষে বাংলায় কত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন ও কতগুলি হেলিকপ্টার প্রয়োজন সেই বিষয়ে হিসেব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত দিল্লির নির্বাচন কমিশনের তরফ থেকে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্য্যালয় তথা সিইও একটি চিঠির মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীর সংক্রান্ত যাবতীয় হিসাব চাওয়া হয়েছিল। উলেখ্য আগামী বছরের মার্চ মাসেই বাংলায় বিধানসভা ভোটের আয়োজন করা হতে পারে। এখন থেকেই তার প্রস্তুতি তুঙ্গে। করোনা মহামারীর আবহে সংক্রমণ এড়িয়ে সুষ্ঠু নির্বাচন করা নির্বাচন কমিশনের একটা চ্যালেঞ্জিং। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, বাংলার ক্ষেত্রে বিহারের মডেলকেই অনুসরণ করা হবে।
আরো পড়ুন :- প্রথম মুসলিমহীন মন্ত্রীসভা বিহারে ! বিস্তারিত পড়ুন
আসন্ন ভোটে প্রধানত বিজেপি এবং তৃণমূলই প্রধান লাইম লাইটে থাকবে। আসন্ন ভোট উপলক্ষে রাজ্যর বিভিন্ন রাজনৈতিক শিবিরের তরজা স্পষ্ট। কিছুদিন আগেই নির্বাচন কমিশনের উদ্যোগে কলকাতায় মুখ্য নির্বাচনি আধিকারিকের দফতরে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। রাজ্যের প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই দিনের বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। সেখানে সবাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি ওঠে নানা বিরোধী শিবিরের তরফ থেকে।
Highlights
1. কেন্দ্রীয় বাহিনী দিয়ে হোক বাংলার ভোট !
2. কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি ওঠে নানা বিরোধী শিবিরের তরফ থেকে
#Central Force #Vote