কে হচ্ছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কে হবেন বাংলা বিধানসভার বিরোধী দলনেতা ? সেই নিয়ে বাংলার রাজনীতি এখন বেশ উত্তাল। বিরোধী দল নেতা বাছতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ  পর্যবেক্ষক নিয়োগ করেছে। বিজেপির অন্দরে এখন একটা প্রশ্ন ঘুরছে কে হবে বিরোধী দলনেতা ? রাজনৈতিক মহলের একাংশের মনে করছেন মুকুল রায় বা শুভেন্দু অধিকারী দুই হেভিওয়েইট নেতার মধ্যে একজনকে দায়িত্ব দিতে পারে রাজ্য বিজেপি।

mukul roy , bjp

প্রসঙ্গত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন কে বিরোধী দলনেতা হবেন তা সোমবারের মধ্যে চূড়ান্ত হবে। রাজ্যের বিরোধী দলনেতা বাছতে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং ভূপেন্দ্র যাদবকে নিয়োগ করা হয়েছিল। এদিকে এবার প্রথম রাজ্য বিধানসভার বিধায়ক হয়েছেন মুকুল রায় আবার অন্যদিকে বিজেপির মুখ রক্ষা করেছে শুভেন্দু অধিকারী। এই দুজনের মধ্যে কার কপালে বিরোধী দলনেতার তকমা জুটতে পারে সেটাই এখন দেখার।

তবে এই পরিস্থিতিতে মুকুল রায়ের ঘনিষ্ঠদের দাবি বিরোধী দলনেতা হবার লড়াইতে নাও থাকতে পারেন মুকুল রায়। জানা যাচ্ছে মুকুল রায় নাকি নিজেই এই কথা জানিয়েছেন। তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে সূত্রে খবর।

আরো পড়ুন :- Big News : অবশেষে পাকিস্তান মানলো কাশ্মীর ভারতের অংশ

বিজেপির সৈনিক হয়ে মুকুল রায় থাকলেও তিনি বিরোধী দলনেতা যে হচ্ছে না তা এক প্রকার পরিষ্কার হতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তাহলে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা নির্বাচিত হতে পারেন।

#Opposition_Leader #SUVENDU #MUKUL

সকলের কাছে অনুরোধ , সবাই মাস্ক পড়ুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন