Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কড়া নিরাপত্তায় হবে বিধানসভা ভোট ! আসন্ন একুশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সারা রাজ্যে ভোট প্রস্তুতি তুঙ্গে। আবার রাজ্যে নির্বিঘ্নে বিধানসভা ভোট সম্পন্ন হবে কিনা তা সম্পর্কে প্রশ্ন দেখা দিয়েছে রাজ্যর সকল বিরোধী রাজনৈতিক দলগুলির মনে। বাংলার বিধানসভা নির্বাচন উপলক্ষে বঙ্গ বিজেপি শিবির আগের থেকেই কেন্দ্রের কাছে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দাবি করেছিল। ফলে এবার বেশ কড়া ভাবে ভোট করবে কমিশন।
প্রসঙ্গত সুষ্ঠ ভাবে বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রায় ১ লাখের বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন হতে চলেছে রাজ্যে। প্রসঙ্গত গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৭৫০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল রাজ্যে। কিন্তু আগের বারের তুলনায় এবার অন্তত পক্ষে ৩০০ কোম্পানির বাহিনী বাড়তে চলেছে বলেই প্রাথমিক ভাবে কমিশনের তরফে জানানো হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে একে বারে সন্তুষ্ট নয় জাতীয় নির্বাচন কমিশন। তাই ভোটের আগে কলকাতায় এত অশান্তি কেন ? সেটা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
আরো পড়ুন :- বাড়িতে বসে ডাউনলোড করুন ডিজিট্যাল ভোটার কার্ড !
স্বভাবতই এবার বাংলার বিধানসভা নির্বাচন কড়া কেন্দ্রীয় নিরাপত্তার মধ্যে সম্পন্ন করার পথে হাঁটছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এদিকে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী সন্দেহ প্রকাশ করে অভিযোগ করেন কেন্দ্রীয় বাহিনী বিজেপি নেতৃত্বেদের নিরাপত্তা দিচ্ছে। আর তিনি বলেন রাজ্য পুলিশ তৃণমূল নেতাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। বজ্র আঁটুনি শেষ মেষ ফস্কা গেরো হয়ে যাবে না তো ? প্রশ্ন সুজন চক্রবর্তীর।
Highlights
1. কড়া নিরাপত্তায় হবে বিধানসভা ভোট !
2. বজ্র আঁটুনি শেষ মেষ ফস্কা গেরো হয়ে যাবে না তো ?
#EC #Election