Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গেরুয়া ব্রিগেড বনাম ঘাসফুল ! আসন্ন আগামী ২০২১-র বিধানসভা ভোটে একদিকে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্য দিকে আছে গোটা গেরুয়া শিবির। এছাড়াও সামনের বিধানসভা ভোটে তৃণমূল বনাম বিজেপি সরাসরি না বলে মমতা বনাম মোদি বলছে একদিকের রাজনৈতিক পর্যবেক্ষকরা। আর এই লড়াইতে সামনে আছেন প্রধানমন্ত্রী মোদির প্রধান সেনাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রসঙ্গত এই লড়াইতে অন্য রাজ্যের তাবড় বিজেপি নেতারা নামছেম বাংলার ভোট ময়দানে। বিজেপির সূত্রের খবর যে রাজ্যের শাসক দলের শিবিরকে রুখতে এবার মাঠে নামতে চলেছে বিজেপির বাছাই করা বিশেষ একাদশ এবং সেই দলের অধিনায়কয়ত্ব করবেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। একুশের ময়দানে প্রধান ভূমিকায় দেখা যাবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ও তার ঠিক পাশেই নিজের প্রধান ভূমিকা পালন করবেন দলের বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।
সামনের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় রুখতে বড় ভূমিকা পালন করবেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। দলের শীর্ষে দেখা যাবে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও মুকুল রায় এই দুজনকেই। আর রাজ্যকে ৫ জোনে ভাগ করে দায়িত্বে ৫ বিজেপি নেতা রাঢ়বাংলায় থাকছেন রাজু বন্দ্যোপাধ্যায়, উত্তরবঙ্গে সায়ন্তন বসু, মেদিনীপুরে সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, কলকাতায় সঞ্জয় সিংহ ও নবদ্বীপে রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী।
আরো পড়ুন :- হিন্দু ধর্মকে অপমানের জের ! সমালোচনার মুখে সায়নি ঘোষ
এছাড়াও দায়িত্ব থাকবে রাজ্যের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গী এর উপর। তার সাথে থাকবেন অমিত মালব্য এবং অরবিন্দ মেনন তবে বড় ভূমিকাটি পালন করবেন অমিতাভ চক্রবর্তী। এছাড়াও রয়েছেন রাজ্যের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী।
Highlights
1. গেরুয়া ব্রিগেড বনাম ঘাসফুল !
2. দায়িত্ব থাকবে রাজ্যের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গী এর উপর
#BJP #TMC