জম্মু-কাশ্মীর ডিডিসি নির্বাচনে চমকপ্রদ সাফল্য বিজেপির ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জম্মু-কাশ্মীর ডিডিসি নির্বাচনে চমকপ্রদ সাফল্য বিজেপির ! জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনের গণনা শেষে একক বৃহত্তম দল হয়ে উঠে আসলো বিজেপি। এই নির্বাচনে মোট ২৮০টি আসনের ফল ঘোষণা হয়ে গিয়েছে। সেখানে একক বৃহত্তম দল হিসাবে বিজেপি পেয়েছে ৭৪টি আসন। ফারুখ আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সের নেতৃত্বাধীন গুপকর জোট পেয়েছে ১১০টি আসন। গত ২৮ নভেম্বর থেকে শুরু হয়ে কড়া নিরাপত্তার মধ্যে মোট ৮ আট দফায় ভোট করা হয়েছিল। আবার এই দিন কড়া নিরাপত্তার মধ্যে দীর্ঘ ভোট গণনা শুরু হয়েছিল।

avilo digital marketing

উলেখ্য অনেকটাই পিছিয়ে ২৫টি আসন পেয়েছে কংগ্রেস। ১২ আসন গিয়েছে আপনি পার্টির দখলে। এদিকে পিডিপি প্রেসিডেন্টের ট্যুইট যে ৩৭০ ধারা রদ করার মতো সিদ্ধান্তকে মানুষ ভাল ভাবে নেয়নি, এই ভোটের ফল তাই বলে। কিন্তু সেখানকার বিরোধীরা তির্যক মন্তব্য করলেও প্রথম বেশ কিছু কাশ্মীরে আসন পেয়েছে গেরুয়া শিবির। তাছাড়া একক সংখ্যাগরিষ্ঠ দলের কৃতিত্ব গিয়েছে তাদের দখলে। শ্রীনগরের জেলা উন্নয়ন পরিষদের খনমোহ-২ আসনে জয়লাভ করেছেন বিজেপির আইজাজ হুসেইন। এছাড়াও বান্দিপোরার মতো অঞ্চলে তুলেল আসনে জয় বিজেপিকে সেখানে বাড়তি উৎসাহ দিয়েছে।

আরো পড়ুন :- সবজি বিক্রেতাকে প্রার্থী করে বাজিমাত বিজেপির ! বিস্তারিত পড়ুন

প্রসঙ্গত জম্মু-কাশ্মীরের দায়িত্বে থাকা বিজেপি নেতা অনুরাগ ঠাকুর বলেন, মানুষকে ভয় দেখানো সত্ত্বেও জনতা উৎসাহে ভোট দিয়েছেন। এটা গণতন্ত্রের জয় আর প্রধানমন্ত্রী মোদির স্বপ্ন ছিল নিচুতলার ভোট হোক জম্মু-কাশ্মীরে। আর ধারা ৩৭০ বাতিলকে মানুষ সমর্থন করেছে।

Highlights

1. জম্মু-কাশ্মীর ডিডিসি নির্বাচনে চমকপ্রদ সাফল্য বিজেপির ! 

2. আর ধারা ৩৭০ বাতিলকে মানুষ সমর্থন করেছে

#BJP #NC

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন