Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জোর ধাক্কা তৃণমূল শিবিরে ! শেষমেষ জল্পনার অবসান। অবশেষে তৃণমূল ছাড়লেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। দিল্লী গিয়ে ঘাসফুল শিবির ছেড়ে যোগ দিলেন পদ্মশিবিরে। বিমানবন্দরে একটি ছবিতে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা যায় তৃণমূলের বিক্ষুব্ধ ওই বিধায়ককে। তখনই রাজনৈতিক বিশেষজ্ঞদের মনে বদ্ধমূল ধারণা তৈরি হয়, আজই গেরুয়া শিবিরে যোগ দেবেন ওই বিধায়ক। শেষ সেটাই ঠিক প্রমাণিত হলো।
প্রসঙ্গত দিল্লিতে গিয়ে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। উল্লেখ্য, এদিন তিনি ফেসবুকের মাধমে তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন মিহিরবাবু। আগামী একুশের নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ত্যাগ ও মিহির গোস্বামীর দলত্যাগ কতটা প্রভাব ফেলবে তৃণমূল শিবিরে ? সেটা নিয়ে জোর গুঞ্জন শুরু বঙ্গ রাজনীতিতে। তা স্পষ্ট ভাবে বুঝতে আরও বেশ কিছুদিনের অপেক্ষা। তবে এটা যে শাসক শিবিরের কাছে বড়ো ধাক্কা তা প্রমাণিত।
আরো পড়ুন :- ফ্লপ ধর্মঘটে বিক্ষিপ্ত অশান্তি ! বিস্তারিত পড়ুন
এই দিন দিল্লিতে কৈলাশ বিজয়বর্গী বলেন, মোদীজির উন্নয়নে সারাদেশ প্রভাবিত। তাই দুর্নীতি পরায়ণ তৃণমূলে আর কেউ থাকতে চাইছেন না। তাই মিহির গোস্বামী আমাদের দলে যোগ দিলেন। অন্যদিকে মিহির বাবু বলেন, তৃণমূলে আর কোনো রকম শৃঙ্খলা নেই। মমতা দেবীর আর সেই তৃণমূল নেই। তাই তৃণমূল ছাড়তে বাধ্য হলাম। আগামী দিনে যে শাসক দলে আরো ভাঙ্গন ধরতে পারে সেটার ইঙ্গিত এই দিন পাওয়া গেলো।
Highlights
1. জোর ধাক্কা তৃণমূল শিবিরে !
2. বিজেপিতে যোগ দিলেন এক বিধায়ক
#BJP #TMC