ঝাঁপ বন্ধ করল পদ্ম শিবির ! শুদ্ধিকরণের পথে বিজেপি

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ঝাঁপ বন্ধ করল পদ্ম শিবির ! বঙ্গে কয়েক মাসের মধ্যেই আসন্ন বিধানসভার নির্বাচন। তবে নির্বাচন ঘোষণার আগেই সারা রাজ্যে দলবদলের রাজনীতি শুরু হয়ে গিয়েছে। সেই দলবদলের রাজনীতিতে বিপদে রাজ্যের শাসক দল তৃণমূল। আর দিন দিন লাভবান হচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তারা বাংলা দখলের স্বপ্ন নিয়ে বিজেপি একের পর এক তৃণমূল নেতা, বিধায়ক, মন্ত্রীদের দলে টেনে দল ভারী করার কাজ করছে।

প্রসঙ্গত তৃণমূলের দল যত ভাঙছে তত গেরুয়া শিবিরে অস্বস্তি হচ্ছে। কারণ বিজেপির পুরনো নেতা ও কর্মীরা  দলবদলুদের মেনে নিতে পারছেন না। তারা বলছে তৃণমূল ও বিজেপির মধ্যে কি পার্থক্য থাকবে ? অনেক জায়গায় বিক্ষোভও দেখিয়েছে পুরোনো বিজেপির কর্মীরা। আর সেই কারণে দলবদলের পালায় আপাতত ইতি টানতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই বিধানসভা ভোটের আগে দল বদলের পালা বন্ধ করে দলে শুদ্ধিকরণের পথে হাঁটছে গেরুয়া শিবির।

avilo digital marketing

আরো পড়ুন :- কড়া নিরাপত্তায় হবে বিধানসভা ভোট ! কড়া বার্তা কমিশনের

উলেখ্য রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ঘোষণা করেছেন যে, আগামী বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আর কাউকে দলে নেওয়া যাবে না। কারণ দুর্নীতি গ্রস্ত তৃণমূল নেতারা বিজেপিতে ঢুকে আবার সেই কাজ করবে। তাই স্বয়ং অমিত শাহের নির্দেশে দলবদলের আপাতত রাশ টানা হয়েছে। রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন  তারা কোনও মতে বিজেপিকে তৃণমূলের বি-টিম হতে দেবেন না। তাই কড়া ভাবে দলে শুদ্ধিকরণ হবে।

Highlights

1. ঝাঁপ বন্ধ করল পদ্ম শিবির !

2. কড়া ভাবে দলে শুদ্ধিকরণ হবে

#BJP #TMC

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন