দেখুন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে আগত বিধান সভায় কার পাল্লা ভারী

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- এখানে আমরা ২০১৯ এর লোকসভা নির্বাচনের ভোটার নিরিখে জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কারা কি অবস্থানে রয়েছে তা জানাবো। কিছুদিন আগেই লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করেছে বিজেপি। আর তাতেই রাজ্যের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিজেপি। জলপাইগুড়ি লোকসভা আসন থেকে বিজেপির হয়ে ডঃ জয়ন্ত কুমার রায় জয়লাভ করেন। তিনি ৭ লাখ ৬০ হাজার ১৪৫ টি ভোট পেয়েছিলেন।

অপরদিকে তৃণমুলের হয়ে ভোটে লড়েছিলেন বিজয় চন্দ্রা বর্মন । তিনি ৫ লাখ ৭৬ হাজার ১৪১ টি ভোট পেয়েছিলেন। চলুন দেখে নেওয়া যাক এই লোকসভা কেন্দ্রে আগত বিধান সভায় কার পাল্লা ভারী।

আরো পড়ুন :- একনজরে দেখুন কোচবিহার লোকসভা কেন্দ্রে আগত বিধান সভায় কার পাল্লা ভারী

এই লোকসভা কেন্দ্রের মধ্যে ৭ টি বিধানসভা রয়েছে। দেখে নেওয়া যাক কোন বিধানসভায় কে এগিয়ে।

১. মেকলিগঞ্জ :- এখানে তৃণমুল ৮২ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি  ৮৭ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে। তবে বিধানসভা ভোট এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে।

২. ধূপগুড়ি :- এখানে তৃণমুল ৮৭ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি  ১ লাখ ৫ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।

৩.ময়নাগুড়ি :- এখানে তৃণমুল ৯৬ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি ১ লাখ  ১০ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে। তবে বিধানসভা ভোট এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে।

bjp-tmc

৪. জলপাইগুড়ি :- এখানে তৃণমুল ৭২ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি ১ লাখ  ১২ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।

৫. রায়গঞ্জ :- এখানে তৃণমুল ৯৪ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি  ৯০ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে তৃণমুল এগিয়ে রয়েছে। তবে বিধানসভা ভোট এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে।

৬. ডাবগ্রাম ফুলবাড়ী :- এখানে তৃণমুল ৬৪ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি  ১ লাখ ৫০ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি  এগিয়ে রয়েছে।

৭. মাল :- এখানে তৃণমুল ৭৬ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি  ১ লাখ ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে তৃণমুল এগিয়ে রয়েছে।

অথাৎ এই সাত কেন্দ্রের মধ্যে লোকসভার নিরিখে বিজেপি ৬ টি আসেন এগিয়ে রয়েছে আর তৃণমুল ১ টি আসনে এগিয়ে রয়েছে । তবে আসন্ন বিধানসভায় এই ৭ বিধানসভা কেন্দ্র কার দখলে যায় সেটাই দেখার ।

বাকি লোকসভা কেন্দ্রে কারা কি অবস্থানে রয়েছে তা জানতে  আমাদের ফলো করুন। 

আরো পড়ুন :- অসমে বন্ধ হচ্ছে মাদ্রাসা ও টোল ! বিস্তারিত পড়ুন

Highlights:- 

১. ২০১৯ এ জলপাইগুড়ি লোকসভায় জয়লাভ করেছিল বিজেপি। 

২. এখানকার ৭ বিধানসভার মধ্যে ৬ টিতে এগিয়ে বিজেপি।  

#banglanews #politicalnews #banglanewsdunia #politics

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন