Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- দেশ থেকে রোহিঙ্গা-বাংলাদেশিদের তাড়াবই ! হায়দরাবাদ পুরনিগমের নির্বাচন প্রচারের শেষ দিন নিজের বক্তব্যে রীতিমতো ঝড় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহ। ওয়েইসির গড়ে মেরুকরণের সবরকম রসদ নিয়েই হাজির হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে নিজের ঝাঝাঁলো বক্তব্যে তার মুখে শোনা গেল উন্নয়নের কথাও। তিনি ঘোষণা করেন বিজেপি জিতলে হায়দরাবাদকে বিশাল আইটি হাব হিসেবে গড়ে তোলা হবে।
Live from the roadshow in Secunderabad! సికింద్రాబాద్ రోడ్ షో – ప్రత్యక్ష ప్రసారం https://t.co/Ehc0NAf2Ts
— Amit Shah (@AmitShah) November 29, 2020
উলেখ্য রোড শোতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির জন্য হায়দরাবাদবাসীকে ধন্যবাদও জানান বিজেপির শীর্ষস্থানীয় নেতা। বিকেলে এক সাংবাদিক বৈঠকের শুরুতেই আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন, বিজেপি হায়দরাবাদে নিজেদের ভোট বাড়াতে বা আসন বাড়াতে লড়ছে না। এবার এই শহরে ভোট জিতে বিজেপির মেয়র হবে। তিনি আরো বলেন হায়দরাবাদে বিশ্বমানের আইটি হাব তৈরী হওয়ার মতো সম্ভাবনা আছে। কিন্তু কংগ্রেস এবং টিআরএসের শাসনে দুর্নীতি হায়দরাবাদের উন্নয়নের বাধা হয়ে ছিল। বিজেপি হায়দরাবাদ শহরকে সেই পরিবারতন্ত্র থেকে মুক্ত করবে।
আরো পড়ুন :- মমতার পতন কি একুশের আগেই ? জোর চর্চা নানা মহলে
প্রসঙ্গত হায়দরাবাদে রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশিদের বসবাস নিয়ে দিন কয়েক ধরেই বিজেপি এবং AIMIM-এর মধ্যে বাকযুদ্ধ চলছে। তবে তিনি বলেন এদের রোহিঙ্গা-বাংলাদেশিদের দেশছাড়া করেই ছাড়ব। আগামী ১ ডিসেম্বর বৃহৎ হায়দরাবাদ পুরনিগমের ১৫০টি আসনের নির্বাচন। গতবার যেখানে তেলেঙ্গানার শাসক টিআরএস ৯৯টি এবং ওয়েইসির এআইএমআইএম ৪৪টি আসন পেয়েছিল। বিজেপি-টিডিপি জোট পেয়েছিল মাত্র ৪টি আসন। কিন্তু বিজেপি প্রায় সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে এই পুরনিগম দখল করতে।
Highlights
1. দেশ থেকে রোহিঙ্গা-বাংলাদেশিদের তাড়াবই !
2. কিন্তু বিজেপি প্রায় সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে এই পুরনিগম দখল করতে
#BJP #MIM