বঙ্গ বিধান : নানা সমীক্ষার নানা মত ! আসল সত্য কি ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- নানা সমীক্ষার নানা মত ! আসল সত্য কি ? দেখুন সারা  দেশে ভোটের আগে বা পরে নানা সংস্থা সমীক্ষা  করে। সেখানে বেশি হলে হাজার খানেক    লোকজনের মত নেয় তারা। কিন্তুু সেটা কখনো মেলে আবার মেলে না। জলজ্যান্ত উদাহরণ বিহার নির্বাচন। তাই কি হবে রাজ্যে সেটা বলা একটু কঠিন। তবে সমীক্ষা যাই বলুুক লড়াই হাড্ডাহাড্ডি। যে কেউ জিততে পারে।

তবে এই বারের ভোটে একাধিক ইস্যু ছিল। যেমন বেকারত্ব , শিল্প বা চাকরি , অম্ফান দুর্নীতি , চাল চুরির মত অভিযোগ ছিল। এবং সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী চাপ আছে। পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের ফল লোকসভার ভোটে দেখা গেছিলো। ফলে সুপ্রিমো যাই বলুন না কেন জয় অত সহজ হবে না। তাছাড়াও যারা তৃণমূলের ভরসা না স্তম্ভ ছিল তারা কিন্তু বেরিয়ে গেছে। কারণ ভাইপো আর পি কে। আর নেত্রীর উভয়ে সংকট। ফলে তিনিও এই প্রথম চ্যালেঞ্জের মুখে।

একাধিক সমীক্ষক বিজেপি বা তৃণমূল বা জোটকে সিট দিয়েছেন। কোনো টাতে বিজেপি আবার তৃণমূল এগিয়ে। এতে অনেকেই বিভ্রান্ত যে আসলে কি হবে ?

আরো পড়ুন :- বঙ্গ বিধান : কড়া টক্কর উঠে আসছে একাধিক সমীক্ষায় ! কার ভাগ্যের শিকে ছিঁড়ছে ?

বাংলা নিউজ দুনিয়ার বিশেষ সমীক্ষা বলছে এবার কিছুটা এগিয়ে পদ্ম শিবির আর চাপের মুখে তৃণমূল আর অনেক পিছিয়ে সংযুক্ত মোর্চা। সিটের নিরিখে পোল আগেই দিয়েছি। এবার শুধু বিভ্রান্তি দূর করলাম।

দেখুন বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র- র দেশে মানুষের রায়ই শেষ কথা। তাই ২ তারিখ বোঝা যাবে যে কে আসছে বঙ্গে ? সবার দলের উচিত মন থেকে জনগণের রায় মাথা পেতে নিয়ে দেশের জন্য উজাড় করে দেওয়া।

#BJP #TMC #CPIM #ISF #CONGRESS

সবার কাছে অনুরোধ সবাই মাস্ক পড়ুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন