Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পূজার আগেই চালু হবে পুরোহিত ভাতা ! ভোট বড়ো বালাই , তাই ২০২১-র বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার রাজ্যের হিন্দু পুরোহিতদের জন্য নয়া প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার। নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, পুরোহিতদের জন্য মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। তাছাড়া বাংলা আবাস যোজনায় পুরোহিতদের বাড়ি করে দেওয়ারও কথা ভাবছে রাজ্য সরকার।
এছাড়াও ঐদিন রাজ্যে এবার হিন্দি বোর্ড গঠন করার কথা বললেন মুখমন্ত্রী। পাশাপাশি আপাতত প্রায় ৮ হাজার গরিব পুরোহিতকে মাসিক ১ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা বলেন। অবশ্য পরে ভাতার পরিমান বাড়ানো হবে বলে জানিছেন। প্রসঙ্গত বাংলায় মুসলিম ওয়াকফ বোর্ডের আওতায় ধর্মাবলম্বী মৌলবী ও মোয়াজ্জেমদের ভাতা আগে থেকেই দেওয়া হয়।
তিনি জানিয়েছেন এটা নিয়ে রাজনীতি না করে ভালো। এর আগে হিন্দু পুরোহিতের সাথে চার দফা বৈঠক হয়েছে রাজ্যের। সেখানে পুরোহিতদের দুরাবস্থার কথা ভেবে এই ঘোষণা। এছাড়াও তিনি বলেছেন খ্রিস্ট ধর্মাবলম্বী যাজক বা পাদরিরা চাইলে তাদের জন্যেও ভাতার ব্যবস্থা করবে সরকার। তবে এই ঘোষণার পরেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে আর এই তোষণ নীতিকে ভোট প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বিরোধী বিজেপি শিবির।
আরও পড়ুন :- ট্রেনের টিকিট নিয়ে বড় ঘোষণা ! শীঘ্রই শুরু ট্রেন যাত্রা
তবে ভোটমুখী প্রচারকে জোরদার করতে বর্ধ পরিকর শাসক ও বিরোধী। তাই কেউ কারোকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।
Highlights
1. পূজার আগেই চালু হবে পুরোহিত ভাতা !
2. ভোটমুখী প্রচারকে জোরদার করতে বর্ধ পরিকর শাসক ও বিরোধী
#পুরোহিত ভাতা #Politics #TMC #BJP