প্রথমবার বাম শূন্য বিধানসভা ! মুছে গেল কংগ্রেস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :-পশ্চিমবঙ্গে এই প্রথম বিধানসভায় বাম, কংগ্রেস নেই। রাজ্যে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গেল বাম ও কংগ্রেস। আর এই পরাজয়ের দায় সিপিএমের কেন্দ্রীয় নেতাদের নিতে হবে বলে দাবি করলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। সিপিএম এই বারের নির্বাচনে ৪.৫% ভোট পেয়েছে। আর কংগ্রেস পেয়েছে ৩% ভোট। ২০১৬-র বিধানসভা নির্বাচনে রাজ্যে বাম কং পায় ৩৭.১৪% ভোট।

banner_land

কেন এই ফল হলো বামেদের ? এই প্রসঙ্গে তন্ময় ভট্টাচার্য বলেন, গত লোকসভায় বামেরা শূন্য হয়ে গেলো। সেই দায় কেন্দ্রীয় নেতৃত্ব নিলো না। এবার বিধানসভায় বামেরা শূন্য হয়ে গেলো। এই পরাজয়ের জন্য প্রার্থী বা কর্মীরা দায়ী নয়। নরেন্দ্র মোদীকে আটকে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা। মানুষ মনে করেছে বিজেপিকে জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখা যায়।

তন্ময় ভট্টাচার্য বলেন, আমাদের দলের কিছু নেতা আছেন তাঁরা সোশ্যাল মিডিয়ায় লেখেন আমরা ভোটার রাজনীতি করি না , রাস্তায় থাকি। মানুষ তাই তাঁদের ফুটো বাটি হাতে দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। মানুষের রায়কে দলের মেনে নিতে হবে, কোনও যুক্তি দিয়ে বলা যাবে না মানুষ ভুল করেছে। আমি বলি যে সিস্টেমটা উলঙ্গ হয়ে গেছে তার আর ভিতর বাহির কী ?

আরো পড়ুন :- দেশে কি লক ডাউন ঘোষণা করা উচিত ?

মানুষ বামেদের যোগ্য মনে না করে শূন্যে পরিণত করে দিয়েছে। ফেব্রুয়ারিতে যারা ব্রিগেডে ভিড় করেছিল তাদের ভোট বামেদের ঘরে পড়েছে কি না সেটা দেখতে হবে। মানুষকে বোঝার অধিকার আছে কী না সেটা ভাবতে হবে।

#CPIM #CONGRESS #ISF

সবার কাছে অনুরোধ , সবাই মাস্ক পড়ুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন