ফের একবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদি , পাখির চোখ ২০২১

By Bangla News Dunia Dinesh

Updated on:

Bangla News Dunia, অজয় দাস :- কয়েকদিন আগেই বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেই দিন তিনি হলদিয়ায় বিভিন্ন কেন্দ্র সরকারি প্রকল্পের সূচনা করেছিলেন। তার পাশাপাশি তিনি একটি জনসভায় করেন। এছাড়া গত ২৩ সে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী।

বিজেপি সূত্রের খবর , এবার তিনি কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া এই দিন তিনি নতুন মেট্রো লাইন নোয়াপাড়া – দক্ষিনেশ্বরের শুভ সুচনা ও করতে পারেন।

আরো পড়ুন :- আগত বিধানসভা ভোটে ” ব্যারাকপুর ” লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কার পাল্লা ভারী দেখুন !

প্রধানমন্ত্রী আগামী ২২শে ফেব্রুয়ারি বাংলায় আসছেন। সেইদিন তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের সূচণার পাশাপাশি চুঁচুড়ায় একটি জনসভা ও করতে পারেন। তিনি ৩০ দিনের মধ্যে ৩ বার বাংলায় আসতে চলেছেন।

এর ফলে প্রমান হয় যে বাংলার নির্বাচনে সমস্ত শক্তি দিয়ে লড়তে চলেছে বিজেপি। তার ফল অনুযায়ী বিজেপির শীর্ষ নেতাদের বাংলায় আগমন প্রমাণিত। দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডা বারবার বাংলায় এসেছে। এছাড়া অমিত শাহ রাজ্যের বিজেপি নেতাদের বাড়ি বাড়ি যাবার পরামর্শ দিয়েছে।

আরো পড়ুন :- জানুন কোন স্বপ্ন গুলি আর্থিক উন্নতি , সুখ – সমৃদ্ধির ইঙ্গিত দেয়। আপনি কি দেখেন এই স্বপ্ন ?

বিজেপি সূত্রে খবর , কয়েক দিনের মধ্যেই রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ।  তিনি উত্তর – চব্বিশ পরগনায় বিজেপির রথযাত্রার সূচণা করতে পারেন। বিজেপি প্রতিটি জেলা অনুযায়ী ভোটার জন্য আলাদা আলাদা ভাবে কাজ করতে চলেছে।

Highlights:- 

১. আগামী ২২ শে ফেব্রুয়ারি রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদি। 

২. আগামী কয়েক দিনের মধ্যে উত্তর – চব্বিশ পরগনায় জেলায় বিজেপির রথযাত্রার সূচণা করতে পারেন অমিত শাহ। 

#banglanews #bjp #politics #modi #banglanewsdunia

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন