Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ফ্লপ ধর্মঘটে বিক্ষিপ্ত অশান্তি ! সাধারণ ধর্মঘটের সমর্থনে দেশজুড়ে পথে নামলেন বাম ও কংগ্রেস কর্মীরা। কলকাতা-সহ গোটা রাজ্যেই দফায় দফায় উত্তেজনা ছড়াল বিক্ষিপ্ত অশান্তি ও অবরোধকে কেন্দ্র করে। বৃহস্পতিবারের এই ধর্মঘটের আহ্বায়ক সিআইটিইউ, এআইটিইউসি, আইএটিইউ,ই. এইচএমএস, টিইউসিসি, এলপিএফ, সেবা, ইউটিইউসি-এর মতো সংস্থাগুলি। এছাড়াও এদের সমর্থন করেছে বাম দল গুলি। কিন্তু করোনা ও লকডাউনের পর এই কর্মনাশা বনধে সাধারণ মানুষ তেমন সাড়া দেয়নি।
এদিকে সকাল থেকে চূচুড়া স্টেশনে শুরু হয়েছে অবরোধ ডায়মন্ডহারবার-লক্ষ্মীকান্তপুরে রেল যোগাযোগে বাধা দেওয়া হয়েছে। মধ্যগ্রাম স্টেশনে বচসা শুরু হয় ধর্মঘটী এবং নিত্যযাত্রীদের মধ্যে। বেলা গড়াতেই সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকে পড়ার চেষ্টা করেন ধর্মঘটীরা। লেনিন সরণিতে জোর করে দোকান বন্ধের অভিযোগ ওঠে বামেদের বিরুদ্ধে। অশান্তি দেখা যায় বারাসাতে। লাঠিচার্জ করে ধর্মঘটীদের সরিয়ে দেয় পুলিশ। প্রতিবারের মতোই ধর্মঘটে সরকারি কর্মীদের অফিসে হাজিরা বাধ্যতামূলক এমন নোটিফিকেশন জারি করেছে রাজ্য সরকার। ফলে ভোগান্তি এড়িয়ে সময় মতো অফিস পৌঁছনোই তাদের কাছে একটা চ্যালেঞ্জ।
আরো পড়ুন :- অনুব্রতর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতার মন্ত্রী !
তবে বেলা গোড়াতেই বিভিন্ন অফিসে কর্মীরা আসতে শুরু করেছেন। সরকারি-বেসরকারি বাসই ভরসা আজ বহু মানুষের। এদিকে ট্রেড ইউনিয়ন নেতৃত্বরা বলছেন, করোনার মধ্যে দেশের অর্থনীতি, জিডিপি তলানিতে চলে গিয়েছে। পাশাপাশি বেড়েছে কলকরাখানা-সহ নানা বেসরকারি সংস্থায় ছাঁটাই। ছোট ব্যবসায়ীরাও তীব্র সঙ্কটে। এই অবস্থায় মানুষের আয় বাড়াতে কর্মসংস্থানের দাবিতে পথে নামছেন তাঁরা।
Highlights
1. ফ্লপ ধর্মঘটে বিক্ষিপ্ত অশান্তি !
2. বেলা গোড়াতেই বিভিন্ন অফিসে কর্মীরা আসতে শুরু করেছেন
#Strike #Leftist