বিজেপির অভিযানের দিন বন্ধ নবান্ন ! ভয় পেয়েছে সরকার বলল বিজেপি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিজেপির অভিযানের দিন বন্ধ নবান্ন ! পূর্ব ঘোষণা মত ৮ই অক্টোবর বিজেপির যুব মোর্চার ডাকে নবান্ন অভিযান কর্মসূচি। রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে এই প্রতিবাদ কর্মসূচি বিজেপির। কিন্তু আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার পরপর দুদিন বন্ধ থাকবে নবান্ন। বিজেপির নবান্ন অভিযানের আগেই আচমকাই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সেই মর্মে  বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আচমকা  সিদ্ধান্তে হতবাক রাজনৈতিক মহল।

WB CM

রাজ্য সরকারের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার পরপর দুদিন নবান্ন এবং রাইটার্স বিল্ডিং বন্ধ থাকবে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, করোনা পরিস্থিতিতে রুটিন স্যানিটাইজেশনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ের কর্মীদের এই দুদিন বিজ্ঞপ্তি জারি করে না আসার অনুরোধ করা হয়েছে। কিন্তু এতে রাজনীতির গন্ধ পাচ্ছে অনেকে।

প্রসঙ্গত বিজেপি বিশেষ গেরিলা কায়দায় নবান্ন অভিযান করার কর্মসূচী রেখেছে। বিজেপির সাংসদ তথা রাজ্যের যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ জানিয়েছেন যে, সমস্ত শক্তি দিয়ে এই কর্মসূচী পালন করা হবে কোনও বাঁধাই মানা হবে না। এই অভিযানে যোগ দিতে এসেছেন বিজেপি যুব মোর্চার সর্ব ভারতীয় সভাপতি তেজর্সি সূর্য। এছাড়াও থাকবেন রাজ্য ও কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব। চার দিক থেকে বিশাল মিছিল এগোবে নবান্নের দিকে। তাই আগে থেকে সতর্ক ও তৈরি পুলিশ বাহিনীও। তৈরি থাকবে জল কামান ও কাদানে গ্যাস। থাকবে বিশাল পুলিশ বাহিনীও তাই হতে পারে দুন্ধুমার অবস্থা।

আরো পড়ুন :- পূজার আগেই চালু হবে পুরোহিত ভাতা ! ভোটমুখী ঘোষণা মমতার

উলেখ্য করোনার কারণে প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার নবান্নে রুটিন স্যানিটাইজেশনের প্রক্রিয়া চলে। কিন্তু এই সপ্তাহে শনিবার আর রবিবারের বদলে বৃহস্পতি আর শুক্রবার কেনো ? বিজেপির দাবি , ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার। তাই এই সিদ্ধান্ত।

Highlights

1. বিজেপির অভিযানের দিন বন্ধ নবান্ন ! 

2. ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার

#BJP #TMC

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন