Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিহারে কার পাল্লা ভারী ? এবারের বিহার নির্বাচনের তৃতীয় দফা ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। বিহার বিধানসভায় সব মিলিয়ে মোট ২৪৩ টি আসনে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। আগামী ১০ ই নভেম্বর বিহার নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। কিন্তু শনিবার শেষ দফা ভোটের পর কোনও বুথ ফেরত সমীক্ষাতেই কিন্তু এগিয়ে নেই এনডিএ। সব কটি সমীক্ষাতেই টেক্কা দিয়েছে আরজেডি-কংগ্রেসের মহাজোট। অনেক পিছিয়ে চিরাগের লোক জনশক্তি পার্টি।
এক নজরে কিছু সমীক্ষা ——
১. Times Now- CVoter-এর সমীক্ষাতে ইঙ্গিত তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোট ১২০টি আসন পেতে পারে। সেখানে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোটকে ১১৬টি আসন দেওয়া হয়েছে। অর্থাৎ লড়াই হবে হাড্ডাহাড্ডি।
২. টিভি ৯-এর এগজিট পোল-র পূর্বাভাস, বিহারে ১১০-১২০ আসন পেতে পারে এনডিএ। সেখানে বিরোধীদের মহাজোট পেতে পারে ১১৫-১২৫ আসন।
৩. ABP নিউস C-Voter-এর পূর্বাভাস বিহারে ২৪৩ টি আসনের মধ্যে এনডিএ জোট সর্বাধিক ১২৮ টি পেতে পারে। সর্বনিম্ন ১০৪টি। সেখানে মহাজোট ১০৮টি থেকে ১৩১টি পর্যন্ত আসনে জিততে পারে।
৪. রিপাবলিক টিভি ও জন কি বাতের সমীক্ষাতে , ৯১ থেকে ১১৭-র মধ্যে আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। সেখানে মহাজোট পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। এলজেপিকে ৫-৮টি আসন দেওয়া হয়েছে।
আরো পড়ুন :- ফের একবার, NDA সরকার ! সাসারামের সভায় মোদী
৫. আজ তক ও ইন্ডিয়া টুডে-র এগজিট পোলও লালু যাদবের পুত্র তেজস্বী যাদবের দিকে ঝুঁকে রয়েছে। বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ৪৪% মানুষের পছন্দ তেজস্বীকে। সেখানে নীতীশ কুমারকে ৩৫ শতাংশ ভোটার।
আসল ফলাফল আসবে ১০ই নভেম্বর সকাল থেকে। নজর রাখুন।
Highlights
1. বিহারে কার পাল্লা ভারী ?
2. আসল ফলাফল আসবে ১০ই নভেম্বর সকাল থেকে
#Bihar #Election