Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিহারে কার বিজয় রথ ? আগামী ২৮ অক্টোবর থেকে শুরু বিহার বিধানসভা ভোটের প্রথম দফা। আর তার আগে ভার্চুয়াল ও নান সভায় ঝড় তুলতে শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। কয়েক মেরুতে ভাগ বিহার ভোট। একেরপর এক চমক আসছে।
টাইমস নাউ ও সি-ভোটারের বিশেষ একটি সমীক্ষার ফলাফল রিপোর্ট প্রকাশ্যে আসার পর আরো চাঙ্গা শাসক জোট । যেখানে রিপোর্ট বলছে বিহার বিধানসভা আবারও নিজের দখলেই রাখবে শাসক জোট জেডিইউ-বিজেপি। তবে সমীক্ষা রিপোর্টে এটাই আশ্চর্য যে বিহারে নীতীশ কুমারের জেডিইউকে ছাপিয়ে যেতে পারে মোদী শাহের বিজেপি।
টাইমস নাউ ও সি-ভোটারের বিশেষ সমীক্ষা রিপোর্ট বলছে, লালুপ্রসাদ যাদবের আরজেডির নেতৃত্বাধীন কংগ্রেসের জোট বিহারের ২৪৩ টি আসনের মধ্যে ৭৬ টি আসন পেতে পারে। তার মধ্যে মাত্র ৫৬ টি আসন লালুর আরজেডি নিজের দখলে রাখতে পারে। কিন্তু অন্য দিকে বিধানসভায় ৮৫ টি আসন নিজের দখলে রাখতে পারবে বিজেপি। অন্যদিকে , নীতীশের জেডিইউ দখলে রাখতে পারবে ৭০ টি আসন। পাশাপাশি অন্যান্য ছোট এনডিএ শরিক দল ৫ টি আসন ঘরে তুলবে বলে সমীক্ষায় অনুমান। অর্থাৎ এনডিএ সর্ব মোট ১৬০ টি আসন নিজের দখলে রাখতে পারে।
আরো পড়ুন :- বিহার নির্বাচনে এগিয়ে বিজেপি-নীতীশ জোট , বলছে সমীক্ষা
প্রসঙ্গত ২৪৩ আসনের বিহার বিধানসভায় সরকার গড়তে ম্যাজিক ফিগার হল ১২২। সমীক্ষা যা বলছে তাতে অনায়াসে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি নীতিশ জোট। অন্যদিকে, এনডিএ ছেড়ে আসা রামবিলাস পুত্র চিরাগের এলজেপি বিহারে ১৪৩ টি আসনে একক শক্তিতে লড়বে। কিন্তু তারা বিজেপি ও মোদির সাথে সরকারে যেতে রাজি। সব সমীকরণের সমাধান হবে ১০ই নভেম্বর।
Highlights
1. বিহারে কার বিজয় রথ ?
2. সব সমীকরণের সমাধান হবে ১০ই নভেম্বর
#Vote #Bihar #NDA #UPA