Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আসন্ন বিহার বিধানসভা নির্বাচন। তারিখ ঘোষণা সম্পন্ন। কোমর বেঁধে নামছে সব দলই। কিন্তু এই নির্বাচনে এগিয়ে কে ? কার পাল্লা ভারি ? এবিপি-সি ভোটারের সমীক্ষা রিপোর্ট পূর্বাভাস দিল বিহার বিধানসভার সম্ভাব্য ফল কি হবে। রাজ্যর ২৫ হাজার ৭৮৯ জনের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গেছে এগিয়ে বিজেপি-নীতীশ জোট।
আসন নিয়েও বেশ চমক দেখা যাচ্ছে। বেশ চাপে লালু ও কংগ্রেস মহাজোট। এবিপি-সি ভোটার সমীক্ষার পূর্বাভাস, বিজেপি-জেডিইউ নেতৃত্বাধীন জোট ২০২০-র নির্বাচনে ১৪১ থেকে ১৬১টি আসন পেতে পারে। এই সমীক্ষা রিপোর্ট যদি সত্যি হয় তাহলে বিহার নির্বাচনে জিতে চারবারের জন্য নীতীশ কুমারের বিহারের কুর্সি দখল একপ্রকার পাকা। মহাজোটকে এবার নীতীশ কুমারের নেতৃ্ত্বাধীন জোটের কাছে পর্যুদস্ত হতে হবে।
মহাজোটের দুর্বলতা। শরিক অশান্তি আর লালু প্রসাদের জেলে থাকা একটা বড়ো ইস্যু। বিজেপি নীতিশ জোট সরকারের গত ৫ বছরের ভালো কাজ তাদের এগিয়ে রাখছেন। কেন্দ্রের মোদী সরকারের নানা বড়ো সিদ্ধান্ত ও একটা ভালো ইস্যু এই ভোটে। তাতে ভর করে ২৪৩ আসনের বিধানসভায় প্রায় দুই তৃতীয়াংশ আসন দখল করতে পারে বিজেপি-জেডিইউ জোট।
আরো পড়ুন :- করোনা মোকাবিলায় মোদীর প্রশংসা IMF-র !
এছাড়াও এবিপি-সি ভোটার সমীক্ষার পূর্বাভাস তেজস্বী যাদবের নেতৃত্বাধীন কংগ্রেস ও আরজেডি জোট পেতে পারে ৬৪ থেকে ৮৪টি আসন। এবিপি-সি ভোটার সমীক্ষায় ইঙ্গিত বিহারে অন্যান্য দলগুলি সাকুল্যে পেতে পারে ১৩ থেকে ২৩টি আসন।
Highlights
1. বিহার নির্বাচনে এগিয়ে বিজেপি-নীতীশ জোট
2. অন্যান্য দলগুলি সাকুল্যে পেতে পারে ১৩ থেকে ২৩টি আসন
#BJP #JDU #RJD #ELECTION