Bangla News Dunia, অজয় দাস :- করোনা আবহেই হতে চলেছে বিহারের নির্বাচন। বিহারের নির্বাচন তিন দফায় করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৮ শে অক্টোবর বিহারে প্রথম দফার নির্বাচন হতে চলেছে। পরবর্তী দুই দফা যথাক্রমে ৩রা নভেম্বর ও ৭ই নভেম্বর করা হবে। আর ভোটার ফলাফল পাওয়া যাবে ১০ ই নভেম্বর।
বিহার নির্বাচনে এখন পর্যন্ত এনডিএ জোট এগিয়ে রয়েছে। তবে সময় কথা বলবে। এরই মাঝে বিহার নির্বাচনের প্রার্থী হিসাবে বিজেপির পক্ষ থেকে সুশান্ত সিং এর খুড়তোতো ভাই নীরজ কুমার সিং কে টিকিট দেওয়া হয়েছে। তিনি তৃতীয় দফার নিবাচনের প্রার্থী হতে চলেছেন। এই তৃতীয় দফায় বিহারের ১৫ টি জেলার ৭৮ টি বিধানসভা এলাকার মানুষ ভোট দেবেন।
আরো পড়ুন :- জনতার টাকায় ধর্মশিক্ষা নয় , সব মাদ্রাসা বন্ধ হচ্ছে অসমে
সুশান্ত সিং এর ভাইকে টিকিট দেবার জন্য বিরোধীদের তরফ থেকে বিজেপির উপর রাজনীতি করার অভিযোগ করা হয়েছে। বিরোধীদের দাবি এনডিএ জোট সুশান্ত সিং কে এই ভোটার ব্যবহার করতে চলেছে। তার জন্যই বিহার থেকে পুলিশ পাঠানো হয় মুম্বাইতে। এমনকি এনডিএর তরফ থেকে সুশান্ত সিং এর বিভিন্ন পোস্টের এই নির্বাচনে ব্যবহার করা হচ্ছে বলে আভিযোগ করে বিরোধীরা।
এই বার এনডিএ জোটের সাথে হিন্দুস্তানী আওয়ামী মোর্চা ও জনশক্তি মোর্চা রয়েছে। এনডিএ জোটের মুখমন্ত্রী পদপ্রার্থী হলেন নীতিশ কুমার। অপর দিকে বিরোধী শিবিরের কোনো মুখমন্ত্রী পদপার্টি এখনো ঘোষণা করা হয়নি।
আরো পড়ুন :- অনেক খেয়েছেন, ৬ মাস বন্ধ রাখুন ! দলের কর্মীদের বার্তা তৃনমূল বিধায়কের