Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিহার ভোটে নয়া সমীকরণ । শিয়রে বিহার ভোট আর প্রস্তুতি তুঙ্গে সব দলের। আসছে একের পর এক চমক। বিহার বিধানসভা ভোটে, ৯ টি আলাদা আলাদা আলদা রাজনৈতিক দলের সঙ্গে ফ্রন্ট তৈরি করেছেন পাপ্পু যাদব। যার নাম প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এই জোটের তরফে বিহারের ২৪৩টি আসনেই প্রার্থী দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই পাপ্পুকেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যের রাজনীতিতে সবচেয়ে বড় ভোটকাটুয়া বলে অভিহিত করেছেন। কিন্তু ৯ দলের জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পাপ্পু যাদব।
আরো পড়ুন :- অনেক খেয়েছেন, ৬ মাস বন্ধ রাখুন ! দলের কর্মীদের বার্তা তৃনমূল বিধায়কের
এর আগে ১৯৯০ সালে পাপ্পু সিংশেরস্থান বিধানসভা আসন থেকে প্রথমবার বিধায়ক হন নির্দল প্রাথী হিসাবে। এরপর তার রাজনীতির রেকর্ড হল নির্দল প্রার্থী হিসেবে তিনবার তিনি পূর্ণিয়া থেকে সাংসদ হন। ১৯৯১, ১৯৯৬ এবং ১৯৯৯ সালে। তারপর তিনি ২ বার মাধেপুরা আসন থেকে আরজেডির টিকিটে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু পরে দলের সাথে মতবিরোধ শুরু হয়। একাধিক বার লালুর বিরুদ্ধে মুখ খুলে দল থেকে বহিস্কার হন। তৈরি করেন নিজের দল বিহার জন অধিকার পার্টি। কিন্তু তেমন সাফল্য আসেনি তার ঝুলিতে। এবার তার ৯ দলের নয়া জোট ফর্মুলার অগ্নি পরীক্ষা।
আরো পড়ুন :- ২১শের বিধানসভায় বাংলায় পরিবর্তন নাকি প্রত্যাবর্তন ? এক্সিটপোল পর্ব – আলিপুরদুয়ার
এবার বিহার ভোটে নানা চমক আসছে। এর আগে ওয়েসি , মায়াবতী ও উপেন্দ্র কুসওয়া- র দলের জোট হয়। এবার নতুন একটি চমক। বিহারে এই ভোট কাটার খেলাত শেষে কে ফয়দা তোলে সেটাই দেখার। তবে নীতিশ বিজেপি জোটের কাছে এক কঠিন লড়াই। বেশ পিছিয়ে লালু।
Highlights
1. বিহার ভোটে নয়া সমীকরণ
2. তবে নীতিশ বিজেপি জোটের কাছে এক কঠিন লড়াই
#Bihar #Vote