ভোটের আগেই সরকার পতন ? কোন দিকে বঙ্গ রাজনীতি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভোটের আগেই সরকার পতন ? তৃণমূলে পর পর ভাঙ্গন অব্যাহত। আগে বিধায়ক মিহির গোস্বামী তারপর রতন ঘোষ যোগ দিয়েছেন বিজেপিতে। তাছাড়া বেসুরো গাইছে মন্ত্রী রাজীব ব্যানার্জী থেকে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এদিকে তৃণমূলের বিধায়কের পদ থেকে ইস্তফা দিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তার বিজেপি দলে যাওয়ার পথ আরও প্রশস্ত হলো। ফলে ভোটের আগে একেরপর এক নেতার দলত্যাগ নিয়ে চাপে রাজ্যের শাসক দল তৃণমূল।

উলেখ্য আজ বিধানসভার অধ্যক্ষের অনুপস্থিতির কারণে বিধানসভার সচিবের কাছে তিনি তার ইস্তফা পত্র জমা দিয়েছেন। তবে সংবিধান অনুযায়ী বিধানসভার সচিব বিধায়কের ইস্তফা পত্র গ্রহণ করতে পারেন না। সেই প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, সচিবের কাছে শুভেন্দু অধিকারীর জমা করা ইস্তফা পত্র গৃহীত হবে না। কিন্তু শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানানো হয়েছে, তিনি বিধানসভার অধ্যক্ষকে ইমেল মারফত ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন। তার ইস্তফার সাথে সাথে নন্দীগ্রাম এই মুহূর্তে বিধায়ক শূন্য হয়ে পড়েছে।

আরো পড়ুন :- গোর্খাল্যান্ডের কোনো প্রতিশ্রুতি দেইনি , গুরুং-এর দাবি খারিজ মমতার

প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছিল। কিন্তু এবার সব জল্পনার অবসান হলো। রাজনৈতিক মহলে জল্পনা আগামী শনিবারেই বিজেপি দলে যোগদান করতে চলেছেন। এবার তার রাজনৈতিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু হবে। এবার দেখার বিষয় শুভেন্দুর পথ ধরে এবার কারা দল বদল করে।

Highlights

1. ভোটের আগেই সরকার পতন ?

2. শনিবারেই বিজেপি দলে যোগদান

#BJP #TMC

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন