Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মহারাষ্ট্র পঞ্চায়েত নির্বাচনে এগিয়ে বিজেপি ! সব কটি গ্রাম পঞ্চায়েত নির্বাচনের গণনা আজ মঙ্গলবারও চলছে। এখনো পর্যন্ত হাতে নির্বাচন কমিশনের দেওয়া ফলাফল অনুযায়ী, সেখানে ভারতীয় জনতা পার্টি সবথেকে বেশি ৩২৬৩ টি আসন জিতেছে। এরপর দ্বিতীয় স্থানে আছে শরদ পাওয়ারের দল ন্যাশানাল কংগ্রেস পার্টি। তাঁদের ঝুলিতে ২৯৯৯ টি আসন এসেছে। কিন্তু শাসক শিবসেনা তৃতীয় স্থান নেমে ২৮০৮ টি আসন জিতে ৩য় স্থানে আছে। আর চতুর্থ দল কংগ্রেস ২১৫১ টি আসনে জয়লাভ করেছে।
প্রসঙ্গত মহারাষ্ট্রের নানা দলের অনেক বড়বড় তাবড় তাবড় নেতারাই নিজের গড়ে হেরে গিয়েছেন। যদিও এখনো পর্যন্ত সেই নির্বাচনের সম্পূর্ণ ফলাফল আসেনি। কারণ ব্যালটের গণনা হতে বেশ কিছুটা সময় লাগছে।তাই নির্বাচন কমিশনের দেওয়া খবর বলছে , মোটামুটি আজ বিকেলের মধ্যে পুরো গণনা শেষ হওয়ার আশা করা হচ্ছে। কিন্তু বিজেপি নির্বাচনে কিছু ঝটকা খেয়েছে। তাদের রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল, প্রাক্তন রাজ্য সভাপতি রাওসাহেব দেনবে পাতিল, এছাড়াও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাধাকৃষ্ণ বিখে পাতিল আর রাম শিন্ডের মতো তাবড় তাবড় নেতাদের এলাকায় তাদের সমর্থিত প্রার্থী হেরেছে।
আরো পড়ুন :- কিডনি দিয়ে দিচ্ছি কিন্তু চাকরি দিন ! জনসভায় মমতাকে আর্তি চাকুরীপ্রার্থীদের
উলেখ্য মহারাষ্ট্রের মোট ১৪ হাজার ২৩৪ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২ হাজার ৭১১ টি আসনে গত ১৫ জানুয়ারি নির্বাচনের গণনা চলছে। বাকি ১ হাজার ৫২৩ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে নির্দল বা অন্যান্য প্রার্থীরা।
Highlights
1. মহারাষ্ট্র পঞ্চায়েত নির্বাচনে এগিয়ে বিজেপি !
2. কিন্তু বিজেপি নির্বাচনে কিছু ঝটকা খেয়েছে
#BJP #NCP #SS #Congress