Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মিম নিয়ে চিন্তায় বাংলার রাজনৈতিক দলগুলি ? বাংলার রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে আসাদুদ্দিন ওয়াসির অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন সংক্ষেপে মিম আগামী বিধানসভা নির্বাচনে ভোট কাটাকুটির খেলায় নামবে কিনা। মূলত হায়দ্রাবাদ কেন্দ্রিক রাজনৈতিক দল বাংলার রাজনৈতিক দলগুলির রাতের ঘুম কেড়ে নিয়েছে। বিশেষত সাম্প্রতিক বিহার নির্বাচনে ৫ টি আসনে জেতার পর হিসেব নিকেশ শুরু হয়েছে বাংলাতে দলটি কতটা প্রভাব ফেলতে পারে। মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি জানিয়ে দিয়েছেন ২০২১-এ বাংলার বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবেন।
প্রসঙ্গত রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে , মিম আসলে ধর্মনিরপেক্ষ দলগুলির ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে। কিন্তু বিহারে মিম যে ২১টি আসনে লড়াই করেছিল, তার পাটিগণিত কিন্তু বলছে যে মিম এমন ভোট কোথাও কাটেনি, যার জন্য মহাগঠবন্ধনের বা তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলির প্রার্থীরা হেরে গেছে। প্রাপ্ত ভোট শতাংশের হিসেব বলছে, মিম যদি সেই সব আসনে প্রার্থী নাও দিত, তাহলেও এনডিএ প্রার্থীরা জিতে যেত। মিম সংখ্যালঘুদের স্বার্থে কাজ করতে পারে এটি একটি স্বীকৃত রাজনৈতিক দল। নিষিদ্ধ সংগঠন নয়। কাজেই এদের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত করা যায় না।
আরো পড়ুন :- বিহারে সরকার গড়ছে NDA ! শুভেচ্ছা মোদী-শাহের
তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলি মিমকে এত ভয় পাচ্ছে কেন ? তার কারণ সংখ্যালঘুদের ভোটব্যাঙ্কে তাদের একচেটিয়া আধিপত্য রয়েছে বলে। এবার তাদের মনে হচ্ছে মিম সেই সংখ্যালঘু ভোটব্যাঙ্কে হাত বসাতে যাচ্ছে মিম। মিম মূলত হিন্দি বা উর্দুভাষী মুসলমানদের প্রতিনিধিত্ব করে তাই বাংলাভাষী মুসলমানদের উপরে ওদের বেশি প্রভাব পড়বে না। কিন্তু এটা বলা খুব কঠিন। কিন্তু মিমের রাজ্য নেতৃত্বের দাবি তারা বাংলার অন্তত ৫৫টি বিধানসভা কেন্দ্রে নিজেদের প্রভাব বিস্তার করেছে। সেটাই সবার মাথা ব্যাথা।
Highlights
1. মিম নিয়ে চিন্তায় বাংলার রাজনৈতিক দলগুলি ?
২. বাংলার অন্তত ৫৫টি বিধানসভা কেন্দ্রে নিজেদের প্রভাব বিস্তার করেছে
#MIM #Bengal